

গোপালগঞ্জের মুকসুদপুরে গাজীর ভুঁই ইসলামী মহাসম্মেলনে জুমার নামাজে অংশগ্রহণ করেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের মোল্লাদী সম্মেলন প্রাঙ্গণে আয়োজিত জুমার নামাজে তিনি স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। এ সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, ইসলামের শিক্ষা মানবতার কল্যাণে কাজ করার অনুপ্রেরণা দেয়। সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতা এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন