কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৭:৩৩ পিএম
আপডেট : ১৯ মে ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ কার্যালয়ে আরও বড় ব্যানার জুলাই যোদ্ধাদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গুলিস্তানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই যোদ্ধাদের কার্যালয়’ লেখা আরও বড় একটি ব্যানার টানানো হয়েছে। ঝটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগের কার্যালয় থেকে দলটির নেতাকর্মীরা ব্যানার খুলে ফেলার পর নতুন করে এই ব্যানারটি টানানো হয়।

সোমবার (১৯ মে) শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ (সাবেক বঙ্গবন্ধু অ্যাভিনিউ) সরেজমিনে পরিদর্শনের সময় দেখা যায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের ছবি সংবলিত একটি নতুন ব্যানার টাঙানো রয়েছে।

এ বিষয়ে সামনের নাম প্রকাশ না করার শর্তে একজন ক্ষুদ্র ব্যবসায়ী কালবেলাকে বলেন, সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে একদল যুবক আওয়ামী লীগের কার্যালয়ে নতুন এই ব্যানারটি টানিয়ে রেখে চলে যায়।

তিনি আরও বলেন, গত রোববার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের সময় দলের কেন্দ্রীয় কার্যালয়ে টানানো জুলাই যোদ্ধাদের আগের ব্যানার খুলে ফেলা হয়। পরবর্তীতে ‘জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়’ লেখা ব্যানারটি আবার কে বা কারা আগের জায়াগায় টানিয়ে রাখে। সোমবার সেই ব্যানারের পাশে নতুন করে আরও বড় একটি ব্যানার টাঙানো হয়।

দেখা যায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই যোদ্ধাদের কার্যালয় লেখা দুটি ব্যানার টানানো। অপেক্ষাকৃত ছোট ব্যানারে এই কার্যালয়কে ‘জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ঠিকানা হিসেবে লেখা রয়েছে ২৩, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, মতিঝিল, ঢাকা।

অন্যদিকে, নতুন ব্যানারে লেখা রয়েছে ‘জুলাই যোদ্ধাদের কার্যালয়’ হিসেবে। এতে ঠিকানা হিসেবে ২৩, শহীদ আবরার ফাহাদ এভিনিউ, পল্টন থানা লেখা রয়েছে। নতুন ব্যানারে আহত-নিহত জুলাই যোদ্ধাদের ছবির সঙ্গে যোগ করা হয়েছে ‘আমরা তোমাদের ভুলব না’ স্লোগান।

জানা গেছে, গত শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বাইরের দেয়ালে দুটি ব্যানার টানানো হয়। তবে এই ব্যানার কারা টানিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এর ঠিক দু’দিন পর, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই ব্যানার দুটি খুলে ফেলেন। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ জনকে গ্রেপ্তার করে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির কেন্দ্রীয় কার্যালয় ভবনটিতে আগুন দেওয়া হয়, চলে লুটপাট। তখন থেকে বহুতল ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এমনকি স্থানীয়রা ভবনটির নিচতলা গণশৌচাগার হিসেবে ব্যবহার শুরু করে। রাতে আশ্রয় গ্রহণ করে ভবঘুরেরা। দশ তলাবিশিষ্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি ২০১৮ সালের ২৩ জুন উদ্বোধন করেন দলের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসু নির্বাচনের সব প্রস্তুতি শেষ, সর্বাবস্থায় সংরক্ষিত থাকবে সিসিটিভি ফুটেজ

তরুণদের নেতৃত্বে গড়ে উঠবে নতুন দৌলতপুর : শরিফ উদ্দিন জুয়েল

ইউটিউব চ্যানেল দ্রুত জনপ্রিয় করতে মানুন এই ৮ টিপস

ওসমানী উদ্যানে ৪৭ কোটি টাকা ব্যয়ে হবে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

মসজিদে সিঁড়িতে ঝুলছিল প্রবাসীর লাশ

দুদকের সাবেক কর্মকর্তার বাসায় সেনা অভিযান, শটগান উদ্ধার

ব্র্যাক ইউনিভার্সিটি পরিদর্শন করলেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত 

‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন সারজিস

সংঘর্ষে কত সেনা নিহত জানাল পাকিস্তান

বেপরোয়া গতির বাস-ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

১০

এডিএ অ্যাপে প্রতারণা, নারী গ্রেপ্তার

১১

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১২

ইলিয়াস কাঞ্চনের আরোগ্য কামনায় শাকিব খানের দোয়া

১৩

হলিউডের জনপ্রিয় গায়িকার সঙ্গে ট্রুডোর অন্তরঙ্গ ছবি ফাঁস

১৪

জবির ছাত্রী হল ও শহীদ সাজিদ ভবনের নামফলক স্থাপন

১৫

বাতিল হতে পারে আর্জেন্টিনার ভারত সফর!

১৬

সারাক্ষণ ফোন চার্জে রেখে ভুল করছেন না তো?

১৭

গাজাবাসীর সহায়তা মাস্তুল ফাউন্ডেশনকে ৫ লাখ টাকা অনুদান দিল পুনাক

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের পা বিচ্ছিন্ন

১৯

শিশুর সুরক্ষায় জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচিতে ঢাকা আহ্ছানিয়া মিশন

২০
X