বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক তার নিজ নির্বাচনী এলাকার (ঢাকা- ১৬) রূপনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন।
বুধবার (২৮ মে) সকালে রাজধানীর রূপনগর আবাসিক এলাকার টিনসেড ১০ নম্বর রোডে নতুন ভবনের এ ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন তিনি।
ভিত্তি প্রস্তর উদ্বোধন করতে এলে স্কুলের শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
এ সময় রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, রূপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আফাজ উদ্দিন সরকার, স্কুলের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন