কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শহীদদের দলীয়করণ করলে তাদের অবমূল্যায়ন করা হবে : ডা. জাহিদ

জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক আলোচনা সভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক আলোচনা সভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, আওয়ামী লীগ যেমন মুক্তিযোদ্ধাকে দলীয়করণ করেছিল তেমনি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের যদি দলীয়করণ করেন তাহলে তাদের অবমূল্যায়ন করা হবে। এই শহীদ জাতির জন্য, গণতন্ত্রের জন্য।

শনিবার (২১ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের (এনআরএফ) উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশ্যে ডা. জাহিদ বলেন, গত বছরের ৫ আগস্টের পর জনগণ আপনাদের দায়িত্বে বসিয়েছে দেশে সুষ্ঠু নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন আয়োজন করার জন্য এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নির্বাচনের জন্য অত্যন্ত প্রয়োজন, বিচারালয়, প্রসাশন, নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দিবেন। জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিবেন। জনগণ তার ইচ্ছায় অভিপ্রায় ভোটাধিকারের মাধ্যমে প্রকাশ করবেন।

শহীদদের দলীয়করণ করা হলে তাদের অপমান করা হবে মন্তব্য করে সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ৮ ই আগস্ট আপনাদের দায়িত্ব দেওয়ার পর থেকে আজ ২১ জুন প্রায় ১০ মাস হতে চললো। কয়েকদিন পর বর্ষপূর্তি হবে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের জানতে ইচ্ছা হয়, আপনারা আবু সাঈদ, মুগ্ধ অসীমের কথা বলেন। কিন্তু আমাদের সকল শহীদদের কথা বার বার বলতে হবে। কিন্তু শহীদদের যদি আপনারা আওয়ামী লীগের মতো দলীয়করণ করেন তাহলে শহীদদের অবমূল্যায়ন করা হবে। এই শহীদ জাতীর জন্য গণতন্ত্রের জন্য শহীদ। কিন্তু, ইলিয়াস আলী, কমিশনার চৌধুরী আলমসহ ১৭ বছরের ইতিহাসকে ভুলে গেলে কোনো অবস্থাতে জুলাই আগস্টে পৌঁছতে পারবেন না। কারণ ’৪৭ না হলে ’৬৯ হতো না ’৬৯ নাহলে ’৭১ হতো না। ’৭১ নাহলে ’৯০ হতো না। ’৯০ না হলে ’২৪ হতো কিনা বিরাট বড় প্রশ্ন থেকে যেতো। যার যা অবদান অবশ্যই আমাদের স্বীকার করতে হবে। এবং তাদের যথাযথ সম্মান দিতে হবে।এটা আমাদের দায়িত্ব।

গত ১৩ তারিখ ড. ইউনূস-তারেক রহমান বৈঠকের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, আয়নায় আপনারা চেহারা দেখবেন। তারেক রহমান শুধু একজন মানুষ নয়। তারেক রহমান এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর প্রতীক। তারেক রহমান নিজের যোগ্যতা বলে শুধু বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করে তাদের কে না, বিএনপিকে না, গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধের করে নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে। সেই তারেক রহমানকে নিয়ে কথা বললে মানুষ হাসে।

তিনি বলেন, তারেক রহমানের সাথে প্রদান উপদেষ্টা কথা বলবেন কী বলবেন না সেটা নিয়ে একটি রাজনৈতিক দল বিব্রত করে তারা বলছে জাতি বিব্রত। আমার প্রশ্ন জাতির দায়িত্ব কি আপনারা নিয়েছেন? জাতির ১৮ কোটি মানুষের দায়িত্ব কি আপনারা নিয়েছেন? বলেন আপনাদের দল বিব্রত হয়েছে। মনে রাখবেন সবসময় জাতিকে নিয়ে টান দিবেন না।তাহলে হিসাব নিকাশ অন্য হতে পারে।

ড. ইউনূস-তারেক রহমান বৈঠকের পর এদেশে অনেক ধরনের বিশৃঙ্খলা কমে গেছে। শান্তি শৃঙ্খলা ফিরে আসছে। মানুষের মনে একটা আশা জেগেছে। আমরা আবারও বলতে চাই দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। কোনো অবস্থাতেই এটিকে যদি প্রলম্বিত করার চেষ্টা করা হয় আর বিএনপিকে নিয়ে যদি কথা বলা হয় তাহলে মেনে নেওয়া হবে না।

এনআরএফ’র আহ্বায়ক সৈয়দ আবদাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফরিদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম সেলিম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপি হই আর না হই, হিন্দু সম্প্রদায়ের পাশে আছি’

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে : স্বরাষ্ট্র সচিব

নৌবহরের কয়েকটি নৌযানে উঠে পড়েছে ইসরায়েলি সেনারা

ইনজুরটাইমের গোলে বার্সার বিরুদ্ধে পিএসজির জয়

গণতন্ত্রের বিজয়ের জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য : মিন্টু

বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’

ফিক্সিংয়ের চেষ্টা করে তামিম ভাইরা ব্যর্থ হয়েছেন : আসিফ মাহমুদ

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

১০

আইএলটি২০ তে দল পেলেন সাকিব-তাসকিন

১১

সুমুদ ফ্লোটিলাকে থামিয়ে দিয়েছে ইসরায়েলি যুদ্ধজাহাজ, পথ পরিবর্তনের হুঁশিয়ারি 

১২

ভারতে ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, ‘অসম্মানজনক’ বললেন ধর্ম উপদেষ্টা

১৩

গাজামুখী নৌবহর সুমুদ ফ্লোটিলাকে ঘিরে রেখেছে ইসরায়েলি যুদ্ধজাহাজ

১৪

বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাংলাদেশির দল : প্রিন্স

১৫

বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী : আনোয়ারুজ্জামান

১৬

বিভিন্ন মন্দিরে শিশুদের মাঝে চকলেট বিতরণ

১৭

আ.লীগকে অচিরেই আইনগতভাবে নিষিদ্ধ করা হবে : জুয়েল

১৮

কাজে আসছে না ১১ কোটি টাকার পানি শোধনাগার

১৯

পূজার ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল

২০
X