কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৩ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে ছাত্রসমাজ এক হয়েছে : গাজী গোলাম মূর্তজা পাপ্পা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে যোগ দিতে যাচ্ছেন গাজী গোলাম মূর্তজা পাপ্পা। ছবি : কালবেলা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে যোগ দিতে যাচ্ছেন গাজী গোলাম মূর্তজা পাপ্পা। ছবি : কালবেলা

বাংলাদেশের ছাত্রসমাজ শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে এক হয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা। তিনি বলেন, ‘আর কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।’

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত সমাবেশে যোগ দেওয়ার প্রাক্কালে তিনি এসব কথা বলেন।

গোলাম মূর্তজা পাপ্পা বলেন, ‘ছাত্ররাই বাংলাদেশের ভবিষ্যৎ। তারা আজ এক হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বিজয় এনে দিতে সারা বাংলাদেশের ছাত্রসমাজ একত্রে কাজ করছে। আর কোনো ষড়যন্ত্রে কাজ হবে না।’

পরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রায় ৬ হাজার নেতাকর্মী নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশে যোগ দেন তিনি।

উপজেলা ছাত্রলীগের শীর্ষ দুই নেতা জানান, ছাত্রলীগের আয়োজনে এই সমাবেশে রূপগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন, দুটি পৌরসভা ইউনিট এবং একটি সাংগঠনিক ইউনিটের প্রায় ৬ হাজার নেতাকর্মী সমাবেশে যান।

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুম বলেন, ‘রূপগঞ্জ উপজেলা থেকে আমরা প্রায় ৬ হাজার নেতাকর্মী সমাবেশে এসে উপস্থিত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে, আগামী নির্বাচনে তাকে আবারও বিজয়ী করতে রূপগঞ্জ ছাত্রলীগ কাজ করে যাবে। শেখ হাসিনা এবং গাজী গোলাম দস্তগীরের বিজয় নিশ্চিত করে আমরা ঘরে ফিরব।’

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। শুক্রবার সকাল থেকেই রূপগঞ্জের নেতাকর্মীদের জড়ো হওয়ার নির্ধারিত স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের সামনে নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন।

রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা জেগে উঠেছে। বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ এই ছাত্রসমাবেশে আমরা এখানে এসেছি। সোহরাওয়ার্দী উদ্যান হয়তো এরচে বড় সমাবেশ আর কখনো দেখেনি। এই সমাবেশকে কেন্দ্র করে সবাই পুনরুজ্জীবিত হয়েছে। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে জয়ের মালা উপহার দিয়েই তবে আমরা মাঠ ছাড়ব।’

কায়েতপাড়া ইউনিয়নের ছাত্রলীগ কর্মী সাঈদ আহমদ বলেন, ‘আজকের সমাবেশকে কেন্দ্র করে প্রত্যেকটি ইউনিটে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। সবাই ইতিহাসের সাক্ষী হতে এখানে এসেছে। দেশরত্ন শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে আমরা রাজপথে আছি।’

সার্বিক বিষয়ে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর আহমেদ খান রিয়াজ বলেন, ‘প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে তাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে রূপগঞ্জ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রয়োজনে জীবনে বিলিয়ে দেবে। শেখ হাসিনার অধীনে উন্নয়নের যে গণজোয়ার ঘটেছে, সেটি চলমান রাখতে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী এবং গাজী গোলাম দস্তগীরকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করতে আমরা মাঠে থাকব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

মুফতি কাসেমী গ্রেপ্তার

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

‘স্বাধীনতার পর ক্ষমতায় না গিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ফিরে যান’

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

শাহজাহানের বক্তব্য সমর্থন করে না জামায়াত

আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন

১০

প্রায় ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

১১

বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয় : কাদের সিদ্দিকী

১২

নরসিংদীতে ভূমিকম্প আতঙ্ক / ঘর ছেড়ে রাস্তা-মাঠে নির্ঘুম রাত, শহর ছাড়ার ভাবনা

১৩

ঘাস খাওয়ায় গরুর পায়ের রগ কাটল প্রতিবেশী

১৪

রেস করতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের

১৫

কবিতা-গানের মনোমুগ্ধময় সন্ধ্যা― ‘আমার মুক্তি আলোয় আলোয়’

১৬

রেফারি বিতর্ক নিয়ে বার্সাকে ফের আক্রমণ রিয়াল সভাপতির

১৭

লেবাননে আবারও ইসরায়েলি হামলা

১৮

সাতক্ষীরা-৩ / আশ্বাস পেয়ে গণসংযোগে ব্যস্ত ডা. শহিদুল আলম

১৯

বিএনপির সাথে বৈঠক / খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

২০
X