গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে তিন দফা দাবিতে শুক্রবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয়। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর আয়োজন করে।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে এই সমাবেশ করবে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
তাদের দাবিগুলো হলো- গোপালগঞ্জে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া, ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা এবং বাকি জেলাগুলোতে এনসিপির পদযাত্রার নিরাপত্তা আরও জোরদার করা।
মন্তব্য করুন