কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৫:০৩ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকতাম : আমীর খসরু

বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত ৫ আগস্ট যদি শেখ হাসিনার পতন না হতো, তাহলে আমরা রাজপথ ছাড়তাম না। হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকতাম। অবশ্য গণঅভ্যুত্থানের কৃতিত্ব কারো একার না।

রোববার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে ‘উত্তাল জুলাইয়ে ফ্যাসিবাদ পতন আন্দোলনে পুলিশের গুলিতে আহত ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুসহ রাজনীতিবিদ, ছাত্র-জনতার অবদান এবং আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আমীর খসরু বলেন, বাংলাদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধের সময় জেগে উঠেছে, ’৯০-এর গণঅভ্যুত্থানের সময় জেগে উঠেছে এবং চব্বিশেও জনগণ একইভাবে জেগে উঠেছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য যেভাবে রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করেছিল, তা নজিরবিহীন। তবে ৫ আগস্ট যদি হাসিনার পতন না হতো, তাহলে আমরা রাজপথ ছাড়তাম না। হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকতাম। আমরা গণঅভ্যুত্থানে জড়িত সকল মানুষের প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্র মুক্তির জন্য, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য মানুষ আন্দোলন করেছিল। গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া সবচেয়ে ত্যাগ স্বীকার করেছেন। তাকে মিথ্যা মামলায় বেশ কয়েক বছর জেল খাটতে হয়েছে। অতএব গণঅভ্যুত্থানের কৃতিত্ব কারো একার না। বিএনপি কখনো এর একক কৃতিত্ব দাবি করেনি।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে পতিত ফ্যাসিবাদ আবার এ দেশে ফিরে আসতে না পারে, রাজনীতি করতে না পারে। আজকে কেউ এ দেশে বিনিয়োগ করছে না, পুলিশ ঠিকমতো কাজ করতে পারছে না। সবার মধ্যে একটা ভয় কাজ করছে। এই ভয় থেকে তাদের বের করতে হলে অবিলম্বে নির্বাচন দিতে হবে। যে দেশগুলোতে নির্বাচন হয় না, সেখানে গণতন্ত্র থাকে না, ওই দেশগুলো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা চাই না- এই দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক। আমরা সমাজে বিভাজন চাই না।

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং মহাসচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য মনির উদ্দিন পাপ্পু, ভাসানী জনশক্তি পার্টির মুখপাত্র মো. আবদুল কাদের, প্রেসিডিয়াম মেম্বার পারভীন নাসের ভাসানী, আমিনুল ইসলাম সেলিম, অ্যাড. মাহমুদ আলী, জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত প্রার্থীর মাইক কেড়ে নিলেন নিজ দলের নেতাকর্মীরা

মিয়ানমারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না আসিয়ান

আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে নিহত ২

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল সাংবাদিক মনিরুজ্জামানের

প্রাথমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় বিজ্ঞপ্তি

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়

রাবি উপাচার্যের আশ্বাসে অনশন স্থগিত, শাটডাউন বহাল

শরীয়তপুরে প্রথমবারের মতো সম্মিলিতভাবে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক 

শেষ বৈঠক ঐকমত্য কমিশনের, সুপারিশ পেশ মঙ্গলবার

১০

প্রাইভেটকার নিয়ে গরু চুরি

১১

নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নয়, সরকার প্রস্তুত : নৌ উপদেষ্টা

১২

আব্বাসউদ্দীন আহমদ :  সংগীত তত্ত্ব ও গ্রামোফোন যুগের সংগ্রাম

১৩

‘অভিযুক্ত যারা দেশে আছেন তারা যেন কেউ পালাতে না পারেন’

১৪

হোমিওপ্যাথিকের আড়ালে অ্যালকোহল বিক্রি, অতঃপর...

১৫

ওয়ালটনের বিজ্ঞাপনে সিয়াম আহমেদ

১৬

নেতাদের পেছনে ঘোরা বন্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশ

১৭

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য

১৮

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মেলিসা’, রেকর্ড ভাঙা ধ্বংসের আশঙ্কা

১৯

বিএনপিকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : সেলিম ভুঁইয়া

২০
X