কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৫:০৩ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকতাম : আমীর খসরু

বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত ৫ আগস্ট যদি শেখ হাসিনার পতন না হতো, তাহলে আমরা রাজপথ ছাড়তাম না। হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকতাম। অবশ্য গণঅভ্যুত্থানের কৃতিত্ব কারো একার না।

রোববার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে ‘উত্তাল জুলাইয়ে ফ্যাসিবাদ পতন আন্দোলনে পুলিশের গুলিতে আহত ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুসহ রাজনীতিবিদ, ছাত্র-জনতার অবদান এবং আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আমীর খসরু বলেন, বাংলাদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধের সময় জেগে উঠেছে, ’৯০-এর গণঅভ্যুত্থানের সময় জেগে উঠেছে এবং চব্বিশেও জনগণ একইভাবে জেগে উঠেছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য যেভাবে রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করেছিল, তা নজিরবিহীন। তবে ৫ আগস্ট যদি হাসিনার পতন না হতো, তাহলে আমরা রাজপথ ছাড়তাম না। হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকতাম। আমরা গণঅভ্যুত্থানে জড়িত সকল মানুষের প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্র মুক্তির জন্য, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য মানুষ আন্দোলন করেছিল। গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া সবচেয়ে ত্যাগ স্বীকার করেছেন। তাকে মিথ্যা মামলায় বেশ কয়েক বছর জেল খাটতে হয়েছে। অতএব গণঅভ্যুত্থানের কৃতিত্ব কারো একার না। বিএনপি কখনো এর একক কৃতিত্ব দাবি করেনি।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে পতিত ফ্যাসিবাদ আবার এ দেশে ফিরে আসতে না পারে, রাজনীতি করতে না পারে। আজকে কেউ এ দেশে বিনিয়োগ করছে না, পুলিশ ঠিকমতো কাজ করতে পারছে না। সবার মধ্যে একটা ভয় কাজ করছে। এই ভয় থেকে তাদের বের করতে হলে অবিলম্বে নির্বাচন দিতে হবে। যে দেশগুলোতে নির্বাচন হয় না, সেখানে গণতন্ত্র থাকে না, ওই দেশগুলো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা চাই না- এই দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক। আমরা সমাজে বিভাজন চাই না।

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং মহাসচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য মনির উদ্দিন পাপ্পু, ভাসানী জনশক্তি পার্টির মুখপাত্র মো. আবদুল কাদের, প্রেসিডিয়াম মেম্বার পারভীন নাসের ভাসানী, আমিনুল ইসলাম সেলিম, অ্যাড. মাহমুদ আলী, জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে লাইভে রেখে প্রবাসীর আত্মহত্যা

শাহজালালে যাত্রীর সঙ্গে দুজনকে প্রবেশের সুযোগ, আজ থেকে কার্যকর

ইসির ৭১ কর্মকর্তা বদলি 

মারা গেছেন নায়ক জসীমের ছেলে ও ‘ওইনড’ ব্যান্ডের ভোকালিস্ট এ কে রাতুল

চালককে মারধরের অভিযোগ : রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস বন্ধে ভোগান্তি

মুক্তিযোদ্ধা পরিচয়ে কোনো দাম নেই : সোহেল রানা

কেন্দ্রীয় বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত

এনটিআরসিএ’র চেয়ারম্যানকে বদলি

রাষ্ট্রের মূলনীতি সংশোধনের বিরুদ্ধে বামপন্থি ৪ দল, বিএনপি-জামায়াত-এনসিপি কী বলছে

৭২ ঘণ্টা পরিবহন বন্ধের হুঁশিয়ারি মালিকদের

১০

বাড়ির পাশে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১১

সেন্টমার্টিন দ্বীপে ভাঙন, শতাধিক ঘরবাড়ি প্লাবিত

১২

কলাবাগানে ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

১৩

আ.লীগের লোকদের সঙ্গে কেউ চলাফেরা করবেন না : মেজর হাফিজ 

১৪

রাজনৈতিক দলগুলোর সামনে স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাব উপস্থাপন

১৫

ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৯

১৬

পুলিশের ৯ কর্মকর্তাকে রদবদল

১৭

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টি

১৮

বাংলাদেশে ব্যাপকভাবে বাড়ছে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা

১৯

ফিলিস্তিনিদের চাকরি দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফে সিলগালা

২০
X