চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তা-ড্রেন-মশার সমস্যা জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : চসিক মেয়র

চট্টগ্রামে বার্ষিক সভায় বক্তব্য দেন চসিক মেয়র শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
চট্টগ্রামে বার্ষিক সভায় বক্তব্য দেন চসিক মেয়র শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ ও দ্রুত করতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) চালু করতে যাচ্ছে বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ। অ্যাপটির মাধ্যমে নগরের যে কোনো নাগরিক ঘরে বসেই বা রাস্তা থেকে সরাসরি ছবি তুলে রাস্তা, ড্রেন, ময়লা, স্ট্রিটলাইট, মশা বা অন্য নাগরিক সমস্যার তথ্য পাঠাতে পারবেন। চসিকের সংশ্লিষ্ট বিভাগ সঙ্গে সঙ্গে সমস্যাটি দেখে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নগরীর রূপনগর কমিউনিটি সেন্টারে হিলভিউ আবাসিক এলাকা কল্যাণ সমিতির বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এমএ বকর।

সভায় মেয়র বলেন, ডিজিটাল সুবিধা বাড়াতে এরই মধ্যে অনলাইনে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স পরিশোধের ব্যবস্থা চালু হয়েছে। নাগরিকদের দৌড়ঝাঁপ কমাতে এবং স্বচ্ছতা বাড়াতে চসিক ধাপে ধাপে আরও সেবাকে অনলাইনে নিয়ে আসছে।

মেয়র আরও বলেন, স্মার্ট নগর গঠনে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। নাগরিকরা অ্যাপের মাধ্যমে তথ্য দিলে তা স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ওয়ার্ড অফিস ও বিভাগের কাছে চলে যাবে। কোথায় মশার উপদ্রব বেশি, কোন এলাকায় ড্রেন ভেঙে গেছে বা কোন রাস্তায় গর্ত— সবকিছুই দ্রুত শনাক্ত করে সমাধান করা হবে।

শাহাদাত হোসেন বলেন, গত এক বছরে নগরের ১০ লাখ শিশুকে টাইফয়েড টিকা এবং স্কুলছাত্রীদের এইচপিভি ভ্যাকসিন দেওয়া হয়েছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সহায়তায় চালু করা হয়েছে ‘ফ্যামিলি কার্ড’, যার মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য ও অন্যান্য সামাজিক সুবিধা পাওয়া যাবে। অপব্যবহার ঠেকাতে প্রতিটি পরিবারে শুধুমাত্র একটি কার্ডই বৈধ থাকবে।

তিনি আরও বলেন, নগরের ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণের কাজ চলছে, যার মধ্যে ১১টির কাজ প্রায় শেষ। আগ্রাবাদ শিশু পার্ক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে এবং আমবাগান ও বিপ্লব উদ্যানে গ্রিন পার্ক তৈরির কাজ অব্যাহত। সার্কিট হাউসের সামনে আধুনিক অ্যামিউজমেন্ট পার্ক নির্মাণে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি কালুরঘাট এলাকায় একটি সাশ্রয়ী হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

জলাবদ্ধতা প্রসঙ্গে মেয়র বলেন, খাল-নালা সংস্কারের কাজ চলমান এবং সাময়িক জলাবদ্ধতা স্থায়ী সমাধানের পথে অগ্রগতির অংশ। ড্রেনেজ ব্যবস্থায় সেন্সর সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পুরোনো ও ঝুঁকিপূর্ণ ব্রিজ-কালভার্ট সংস্কারে ডিপিপি প্রণয়ন করা হয়েছে।

মশক নিধনে যুক্তরাষ্ট্রের প্রযুক্তির বিটিআই লার্ভিসাইড ব্যবহার ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কার্যকর হয়েছে বলে জানান তিনি। শীতকালে কিউলেক্স মশা দমনে নিয়মিত স্প্রে কার্যক্রম চলবে।

অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক ইরফান আলম, ফয়জুল কবির, নাসিম, সইলব, দুলালসহ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুদ্ধশ্বাস অভিযানের বর্ণনা দিলেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী রবিনের গণমিছিল

ক্রস বর্ডারে ১৮৯৪ এয়ার টিকিট বিক্রির অর্থ পাচারের অভিযোগ

সবাইকে নিয়ে নির্বাচন না হলে আমরা অংশগ্রহণ করব না : কাদের সিদ্দিকী

সীমান্তে বাংলাদেশি হত্যায় বিএসএফের দুঃখ প্রকাশ

আসিফ মাহমুদের বিদায়ে যা বললেন বিসিবি সভাপতি

জাতি একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে : দুলু

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, শুক্রবার থেকে কার্যকর

শিক্ষা ক্যাডারে রেকর্ড পদোন্নতি

১০

রাবিপ্রবি ও ক্যাপসের দ্বিপাক্ষিক কোলাবোরেশন সভা অনুষ্ঠিত

১১

রাস্তা-ড্রেন-মশার সমস্যা জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : চসিক মেয়র

১২

ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে খালেদা জিয়া, চলছে ডায়ালাইসিস

১৩

মেসির সঙ্গে ছবি তুলতে লাগবে প্রায় ১০ লাখ রুপি

১৪

ছেলের ইটের আঘাতে মায়ের মাথায় ১৭ সেলাই

১৫

তপশিল ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে : জামায়াত

১৬

ঘোষিত তপশিলকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন 

১৭

তপশিলকে স্বাগত বাংলাদেশ খেলাফত মজলিসের

১৮

উদ্ধারের পর শিশু সাজিদকে মৃত ঘোষণা

১৯

শিশু সাজিদকে যেভাবে পেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা

২০
X