সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিকেলে বাসায় ফিরবেন। শনিবার (১৭ জুন) বিকেল ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্য রওনা করবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত সোমবার (১২ জুন) রাত সোয়া ১টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে।
হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হওয়ায় কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য সাবেক এই প্রধানমন্ত্রীকে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত দেন।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ‘ম্যাডাম শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।’
এর আগে গত ২৯ এপ্রিল কিছু উপসর্গের কারণে পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
মন্তব্য করুন