বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশ ও জনগণ নিরাপদ থাকবে বলে জানিয়েছেন দলটির প্রধান অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
রোববার (২১ সেপ্টেম্বর) ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
যুবদল সাধারণ সম্পাদক বলেন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যদিয়ে যদি বিএনপি আগামীতে ক্ষমতায় আসতে পারে- তাহলে বিএনপি সরকারের কাছে দেশ ও প্রতিটি নেতা-কর্মী যেমন নিরাপদ থাকবে, তেমনিভাবে বিএনপির বাহিরে যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীও নিরাপদ থাকবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন- বিএনপি যদি জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে, তাহলে প্রথম ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে। আমরা চাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সার্বজনীন থাকুক। বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিবে।
নয়ন বলেন, ১৬ বছর ধরে মামলা, অত্যাচার, অবিচার সহ্য করে আমরা গণতন্ত্রের লড়াই চালিয়ে যাচ্ছি। এখন আর পেছনে ফেরার সময় নেই। ভোটের অধিকারের জন্যই আমরা লড়ছি করছি, আর এর বিচার করবে জনগণ।
এ সময় আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান যুবদলের এই সাধারণ সম্পাদক।
মন্তব্য করুন