

ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলে দিন কাটছে বিষাক্ত অস্বস্তির মধ্যে। দলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ও নতুন ম্যানেজার আর্নে স্লটের সম্পর্ক নিয়ে অস্থিরতা কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে। এবার ম্যাচের আগের দিনই স্লট জানালেন—পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি ব্যক্তিগতভাবে সালাহর সঙ্গে জরুরি বৈঠকে বসছেন।
শুক্রবার প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে স্লট বলেন, “আজ সকালে মো’র সঙ্গে আমার কথা হবে। সেই আলোচনার ফলেই নির্ধারণ হবে কালকের দিনটি কেমন দেখাবে।”
অর্থাৎ, ব্রাইটনের বিপক্ষে সপ্তাহান্তের ম্যাচে সালাহর থাকা–না-থাকা নির্ভর করছে এই বৈঠকের ফলের ওপর।
৩৩ বছর বয়সী সালাহ গত তিন ম্যাচে শুরুর একাদশে ছিলেন না। বিশেষ করে লিডসের বিপক্ষে ৩-৩ ড্রয়ের পর তিনি প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়ে অভিযোগ করেন—লিভারপুল তাঁকে ‘বাসের নিচে ফেলে দিয়েছে’ এবং তাঁর সঙ্গে কোচ স্লটের “কোনো সম্পর্ক নেই”।
এরপর তিনি চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে দলের সঙ্গে ভ্রমণও করেননি। বরং সোশ্যাল মিডিয়ায় একা জিম করার ছবি পোস্ট করে ইঙ্গিত দেন, দলের সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট নন।
স্লট সংবাদ সম্মেলনে পরিষ্কার করে বলেন—বিষয়টি নিয়ে তিনি মিডিয়ায় বেশি কথা বলবেন না, প্রথমে বলবেন সালাহকেই। তবে এক প্রশ্নের উত্তরে তাঁর বাক্য ফুটিয়ে তুলে দিল একরাশ অনিশ্চয়তা ও খানিকটা আশাবাদও—
“আমি ওকে দলে রাখতে না চাওয়ার কোনো কারণ দেখি না।”
ভেতরকার সূত্র মতে, সান্ডারল্যান্ড ম্যাচের পর থেকেই সালাহর প্রতিনিধিদের সঙ্গে লিভারপুল বোর্ড ও স্লটের পক্ষ থেকে বেশ কয়েক দফা যোগাযোগ হয়েছে। তবু পরিস্থিতি খুব একটা নরম হয়নি।
গত মৌসুমে ২০তম লিগ শিরোপা জেতা লিভারপুল এবার প্রিমিয়ার লিগ টেবিলে ১০ম স্থানে। দলের দুর্বল ফর্ম, সালাহর স্কোরিং ডিপ—১৩ ম্যাচে মাত্র ৪ গোল—সব মিলিয়ে সমালোচনার তীর স্লটের দিকেই বেশি ছুটছে।
এদিকে ব্রাইটনের বিপক্ষে ম্যাচের সঙ্গেই যুক্ত আছে আরেক চাপ—এটাই সালাহর লিভারপুলের হয়ে সম্ভাব্য শেষ ম্যাচ হতে পারে এই বছরের মধ্যে। তিনি এরপর যোগ দেবেন এএফকন–এ মিশর দলের সঙ্গে।
সবচেয়ে বড় প্রশ্ন—স্লট ও সালাহর আলোচনায় কী বের হবে?
লিভারপুল সমর্থকদের চোখ এখন তাকিয়ে—এক বৈঠকের দিকে, যা ঠিক করে দিতে পারে ক্লাবের বাকি মৌসুমের গতি-প্রকৃতি।
মন্তব্য করুন