স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সালাহ ইস্যুতে উত্তাল লিভারপুল—সমাধানে আলোচনায় বসছেন আর্নে স্লট

আর্নে স্লট ও মোহাম্মদ সালাহ। ছবি : সংগৃহীত
আর্নে স্লট ও মোহাম্মদ সালাহ। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলে দিন কাটছে বিষাক্ত অস্বস্তির মধ্যে। দলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ও নতুন ম্যানেজার আর্নে স্লটের সম্পর্ক নিয়ে অস্থিরতা কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে। এবার ম্যাচের আগের দিনই স্লট জানালেন—পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি ব্যক্তিগতভাবে সালাহর সঙ্গে জরুরি বৈঠকে বসছেন।

শুক্রবার প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে স্লট বলেন, “আজ সকালে মো’র সঙ্গে আমার কথা হবে। সেই আলোচনার ফলেই নির্ধারণ হবে কালকের দিনটি কেমন দেখাবে।”

অর্থাৎ, ব্রাইটনের বিপক্ষে সপ্তাহান্তের ম্যাচে সালাহর থাকা–না-থাকা নির্ভর করছে এই বৈঠকের ফলের ওপর।

৩৩ বছর বয়সী সালাহ গত তিন ম্যাচে শুরুর একাদশে ছিলেন না। বিশেষ করে লিডসের বিপক্ষে ৩-৩ ড্রয়ের পর তিনি প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়ে অভিযোগ করেন—লিভারপুল তাঁকে ‘বাসের নিচে ফেলে দিয়েছে’ এবং তাঁর সঙ্গে কোচ স্লটের “কোনো সম্পর্ক নেই”।

এরপর তিনি চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে দলের সঙ্গে ভ্রমণও করেননি। বরং সোশ্যাল মিডিয়ায় একা জিম করার ছবি পোস্ট করে ইঙ্গিত দেন, দলের সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট নন।

স্লট সংবাদ সম্মেলনে পরিষ্কার করে বলেন—বিষয়টি নিয়ে তিনি মিডিয়ায় বেশি কথা বলবেন না, প্রথমে বলবেন সালাহকেই। তবে এক প্রশ্নের উত্তরে তাঁর বাক্য ফুটিয়ে তুলে দিল একরাশ অনিশ্চয়তা ও খানিকটা আশাবাদও—

“আমি ওকে দলে রাখতে না চাওয়ার কোনো কারণ দেখি না।”

ভেতরকার সূত্র মতে, সান্ডারল্যান্ড ম্যাচের পর থেকেই সালাহর প্রতিনিধিদের সঙ্গে লিভারপুল বোর্ড ও স্লটের পক্ষ থেকে বেশ কয়েক দফা যোগাযোগ হয়েছে। তবু পরিস্থিতি খুব একটা নরম হয়নি।

গত মৌসুমে ২০তম লিগ শিরোপা জেতা লিভারপুল এবার প্রিমিয়ার লিগ টেবিলে ১০ম স্থানে। দলের দুর্বল ফর্ম, সালাহর স্কোরিং ডিপ—১৩ ম্যাচে মাত্র ৪ গোল—সব মিলিয়ে সমালোচনার তীর স্লটের দিকেই বেশি ছুটছে।

এদিকে ব্রাইটনের বিপক্ষে ম্যাচের সঙ্গেই যুক্ত আছে আরেক চাপ—এটাই সালাহর লিভারপুলের হয়ে সম্ভাব্য শেষ ম্যাচ হতে পারে এই বছরের মধ্যে। তিনি এরপর যোগ দেবেন এএফকন–এ মিশর দলের সঙ্গে।

সবচেয়ে বড় প্রশ্ন—স্লট ও সালাহর আলোচনায় কী বের হবে?

  • সালাহ কি দলে ফিরে আসবেন?
  • নাকি সম্পর্ক আরও খারাপের দিকে যাবে?
  • আগামী জানুয়ারির ট্রান্সফার উইন্ডো কি এ অধ্যায়ের মোড় ঘুরিয়ে দেবে?

লিভারপুল সমর্থকদের চোখ এখন তাকিয়ে—এক বৈঠকের দিকে, যা ঠিক করে দিতে পারে ক্লাবের বাকি মৌসুমের গতি-প্রকৃতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১০

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১১

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১২

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৩

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৪

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৫

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৬

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৭

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৮

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৯

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

২০
X