

বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে জিয়া পরিষদ টেলিটক বাংলাদেশ লিমিটেড শাখার উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে টেলিটকের রাজউক ভবনে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ টেলিটক শাখার সভাপতি আনিসুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান এম জহির আলী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ, কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম, প্রকৌশলী আবু রায়হানসহ জিয়া পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন নেতৃত্ব এবং দেশের প্রতি তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক, যাঁর আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
মন্তব্য করুন