নিউমার্কেট থানা যুবদলের আহ্বায়ক মিজান ব্যাপারীর লালবাগের বাসা ঘিরে রেখেছে ডিবি পুলিশের একটি দল। শুক্রবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত তিনটা থেকে পুলিশ বাসার সামনে অবস্থান নিয়ে দরজা ভাঙার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন মিজান বেপারীর ছেলে তুহিন।
তুহিন বলেন, পুলিশ সদস্যরা জানায় বাবাকে গ্রেপ্তার করা হবে। তবে এই ভবন কমিটির সাবেক সভাপতি আনিসের সঙ্গে পুলিশ সদস্যদের কথা হয়েছে। এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আমার বাবার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। এছাড়া বাবা আগের সব মামলায় জামিনে রয়েছেন।
মন্তব্য করুন