

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে রাজধানী কারাকাস থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। মাদক পাচারসংক্রান্ত একাধিক অভিযোগে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে বিচার চলবে বলে ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই নাটকীয় ঘটনার পর ভেনেজুয়েলার শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকা মাদুরো পরিবার নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
নিকোলাস মাদুরোর বর্তমান স্ত্রী সিলিয়া ফ্লোরেস, যিনি দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার ক্ষমতাকেন্দ্রে প্রভাবশালী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এর আগে মাদুরোর আরেকটি বিয়ে হয়েছিল। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সিলিয়া ফ্লোরেসকে বিয়ে করেন তিনি।
প্রথম স্ত্রীর ঘরে মাদুরোর একমাত্র সন্তান নিকোলা মাদুরো (জুনিয়র) গুয়েরা, যিনি নিকোলাসিতো বা রাজপুত্র নামেও পরিচিত। তার বয়স ৩৫ বছর। যুক্তরাষ্ট্রের মামলার নথিতেও এই নামগুলো উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করা অভিযোগপত্র অনুযায়ী, নিকোলা মাদুরো গুয়েরার বিরুদ্ধেও মাদক পাচার সংশ্লিষ্ট অভিযোগ আনা হয়েছে। তিনি বর্তমানে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলি বা পার্লামেন্টের সদস্য।
মাদুরো গুয়েরার জন্ম ১৯৯০ সালে। তার মায়ের নাম আদ্রিয়ানা গুয়েরা আঙ্গুলো। নিকোলাস মাদুরোর সঙ্গে আদ্রিয়ানার বিয়ের পাঁচ বছরের মাথায় বিচ্ছেদ হয়।
অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে, ভবিষ্যতে মাদুরো পরিবারের উত্তরাধিকার বহনের ক্ষেত্রে নিকোলা মাদুরো গুয়েরাকেই এগিয়ে রাখা হচ্ছিল। বিশেষ করে প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজের সমাজতান্ত্রিক আদর্শ ও ‘চাভিসমো’ আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে প্রস্তুত করা হচ্ছিল বলে মনে করা হয়।
মন্তব্য করুন