

ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন স্বামী। কিন্তু ঢাকায় না গিয়ে প্রেমিকার সাথে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হলো না। ধরা পড়ে গেলেন স্ত্রী এবং বৃদ্ধা মায়ের কাছে।
তবে স্বামীকে আটকাতে পারেননি এক সন্তানের জননী গৃহবধূ। উল্টো জনসম্মুখে স্বামীর হাতে মারধরের শিকার হন তিনি। তাই ক্ষোভে-দুঃখে মাটিতে গড়াগড়ি করে কান্নায় ভেঙে পড়েন ওই গৃহবধূ।
ঘটনাটি ঘটেছে রোববার (০৪ ডিসেম্বর) দুপুরের দিকে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ সড়কে। এ সময় পথচারীরা দাঁড়িয়ে দেখলেও এগিয়ে আসেননি কেউ।
অভিযুক্ত স্বামী রবিউল ইসলাম ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার বাসিন্দা। প্রায় ৭ বছর পূর্বে মুলাদী উপজেলার সেকান্দার মল্লিকের মেয়ে আঁখিকে পারিবারিক প্রস্তাবের মাধ্যমে বিয়ে করেন তিনি। সংসারে তাদের একটি ছেলে সন্তান রয়েছে।
রবিউলের মা জানান, রবিউলের সাথে পূর্বে একটি মেয়ের পরিচয় ছিল। সেই মেয়ে রবিউলের বিরুদ্ধে ধর্ষণ মামলাও করেছে। মামলা চালাতে গিয়ে দেড় লাখ টাকার বেশি খরচ হয়েছে। এখন সেই মেয়ের সাথেই পরকিয়ার করে রবিউল। আজ (রোববার) বরিশালে এসে তাদের দু’জনকে একসঙ্গে ধরেছেন তারা।
রবিউলের স্ত্রী আঁখি জানান, তার স্বামী রবিউল বর্তমানে বেকার। গত শনিবার সকালে বাসা থেকে বের হয়। এরপর আর খোঁজ নেয়নি। সন্ধ্যায় ফোন করে যায় তিনি ঢাকা যাবেন।
তিনি বলেন, বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হলে রোববার দুপুরের দিকে স্বামীকে খোঁজ করতে শাশুড়িকে নিয়ে বরিশাল শহরের সদর রোড আসি। পরে ফজলুল হক এভিনিউ সড়কে স্বামী রবিউল ও তার প্রেমিকাকে একসঙ্গে দেখে ধরে ফেলি। আমাকে দেখা মাত্রই প্রেমিকার হাত ধরে দ্রুত পালাবার চেষ্টা করে দুজন। এই ঘটনায় স্বামী ও তার প্রেমিকার বিরুদ্ধে মামলা করবেন বলে জানান গৃহবধূ আঁখি।
মন্তব্য করুন