শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সংকট সমাধানে এলোমেলো সরকার : ড. মোশাররফ

ড. খন্দকার মোশাররফ হোসেন। পুরোনো ছবি
ড. খন্দকার মোশাররফ হোসেন। পুরোনো ছবি

নির্বাচনকালীন সরকার ইস্যুতে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধান নিয়ে ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীদের বক্তব্যে ‘এলোমেলো’ অবস্থা দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ১৪ দলের সমন্বয়ক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর বক্তব্যের প্রসঙ্গ টেনে এ মন্তব্য করেন ড. মোশাররফ। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে এ আলোচনা সভা হয়।

খন্দকার মোশাররফ বলেন, ‘‘কাল আমির হোসেন আমু বলেন, ‘আমরা বিএনপির সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুত আছি জাতিসংঘের সমঝোতার মাধ্যমে।’ আবার আজ শুনলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘না, এটা সঠিক না।’ তাহলে ওবায়দুল কাদেরেরটা সঠিক, নাকি আমির হোসেন আমুরটা সঠিক? আমি প্রশ্ন করতে চাই না। আমাদের আলাল সাহেব (সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল) বলেছেন, আসলে এরা এলোমেলো লীগ হয়ে গেছে, এলোমেলো লীগ।’

তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে আইনমন্ত্রী আনিসুল হক পরিষ্কারভাবে বললেন, শেখ হাসিনা পদত্যাগ করবেন, নির্বাচনকালীন সরকারের মাধ্যমে নির্বাচন হবে। তারপর এই সংবাদ কতক্ষণ যাওয়ার পর, দুই ঘণ্টা চলার পর, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, টিভিতে প্রচারের পর প্রত্যাহার করলেন। প্রত্যাহার করলেন কে? মন্ত্রী বলেছেন, প্রত্যাহার করেছে মন্ত্রণালয় থেকে। অতএব ‘এলোমেলো’ যে হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না।’

বিএনপির এ নেতা বলেন, ‘আরও এলোমেলো অবস্থা ইনশাল্লাহ আপনারা খুব শিগগির দেখবেন। সময় যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু কথা এলোমেলো হতে বাধ্য। সময় আওয়ামী লীগের শেষ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সমাধান হবে রাজপথে। তার আগেও কিন্তু সুযোগ আছে।’

ড. খন্দকার মোশাররফ বলছেন, ‘আজ যে মন্ত্রীপাড়ায় বলি, কূটনীতিকদের দৌড়াদৌড়ি; আমরা মনে করছি যে, দেশের অবস্থা ভালো নেই। সরকারের অবস্থা ভালো না। তারা যে এলোমেলো করবে এটাই স্বাভাবিক। তবে অতিদ্রুত এই সংকট থেকে যদি মুক্তি পেতে হয়, সেখানে সরকারকে কোনোরকমের বক্তব্য, কোনোকিছু ছাড়া পদত্যাগ করতে হবে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই অন্তর্বর্তীকালীন সরকার লেভেল প্লেয়িং ফিল্ড করে তারপরে নির্বাচন দেবে, সেই নির্বাচনে জনগণ নিজের হাতে ভোট দেবে, যাকে ইচ্ছা তাকে দেবে। সেই নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। তাহলেই বাংলাদেশে সব সংকটের সমাধান হবে। দ্রব্যমূল্য বলেন, লোডশেডিং বলেন, সবকিছুর সমাধান আসবে।’

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে এবং মহাসচিব ডা. আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুল ইসলাম রিজুসহ ড্যাবের নেতারা বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১০

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১১

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১২

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৩

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৪

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৫

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৬

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৭

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৮

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৯

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

২০
X