ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, দেশে কঠিন সময় বিরাজ করছে। দেশের একজন শীর্ষ আলেমের রক্ত ঝরিয়ে আওয়ামী লীগ সরকার তাদের পতন ডেকে এনেছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের ওপর সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদ এবং সংকটময় পরিস্থিতিতে ওলামাদের করণীয়’ শীর্ষক ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আলেমরা বলেন, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমসহ সংগঠনের নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বর্বরোচিত হামলার মাধ্যমে বর্তমান সরকারের মুখোশ জাতির সামনে আরেকবার উন্মোচিত হয়েছে। আলেমদের রক্ত কখনোই বৃথা যায় না। ইতিহাস সাক্ষী, যুগে যুগে আলেমদের ওপর যারাই আক্রমণ করেছে, রক্ত ঝরিয়েছে, তাদের আখের ভালো হয়নি। তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন মাওলানা ইউনুছ আহমাদ, চরমোনাই কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতী মিজানুর রহমান সাঈদ, ড. আ ফ ম খালিদ হেসাইন, আল্লামা খালিদ সাইফুল্লাহ (পীর সাহেব কমলনগর), মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, মুফতি আজিজুল হক, মুফতি ওমর ফারুক সন্দ্বীপি, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা মকবুল হোসেন, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতি রেজাউল করিম আবরার, আল্লামা আনোয়ার শাহ, মাওলানা হেদায়েতুল্লাহ, মুফতি ওলীউল্লাহ, মাওলানা ইলিয়াসুর রহমান জেহাদী, মুফতি তাজুল ইসলাম, মুফতি জামাল উদ্দিন, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা হাবিবুর রহমান জেহাদী প্রমুখ। আল্লামা আব্দুল কুদ্দুসের লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে মাওলানা যোবায়ের আহমদ।
চরমোনাই পীর বলেন, দেশে কঠিন পরিস্থিতি বিরাজ করছে। অত্যন্ত চিন্তাভাবনা করে সতর্কতার সাথে পথ চলতে হবে। ওরা ষড়যন্ত্র করলে আল্লাহ ওদের বিষ দাঁত ভেঙে দিবেন। আল্লাহ মোমেনদের অবশ্যই বিজয় দান করবেন। আমাদের রাজনীতি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশ জাতি ও ইসলামের স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন।
তিনি বলেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের দিন হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করিমের ওপর সন্ত্রাসীরা দফায় দফায় হামলা চালিয়েছে। সরকার এসব সন্ত্রাসীদের ধরে শাস্তি দিতে ব্যর্থ হয়েছে।
মন্তব্য করুন