বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের বাসা ঘিরে রেখেছে পুলিশ।
বুধবার (২৫ অক্টোবর) সকাল পোনে ১১টায় তার উত্তরার ১৪ নং সেক্টর ১৮ নং সড়কের বাসা ঘিরে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা।
বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।
এর পরই সকাল ১১টা ৮ মিনিটে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, মতিউর রহমান আকন্দ খুবই অসুস্থ। ওনাকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। ২৪ অক্টোবর রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিল। গতকাল এম আর আই করেছে। আজ হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ তাকে আটক করে এম্বুলেন্স করে নিয়ে গেছে।
মন্তব্য করুন