রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপিকে ২০ শর্তে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপি নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে।
শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।
তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে ২০ শর্তে তাদের পছন্দ অনুযায়ী স্থানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে জামায়াতে ইসলামীকে শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।
সমাবেশের অনুমতি না পেলেও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজ সংবাদ সম্মেলনে করে বলা হয়েছে, তারা শাপলা চত্বরেই সমাবেশ করবে।
এ বিষয়ে জানতে চাইলে ড. খ. মহিদ উদ্দিন বলেন, যারা অনুমতি পায়নি বা অনুমতি নেয়নি তাদের আমরা কোনোভাবেই সমাবেশ করতে দেব না।
তবে ডিএমপি সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) যদি জামায়াত ইসলামী মাঠে নামে তবে কঠোর হস্তে দমন করা হবে। কোনোভাবেই জামায়াতকে আগামীকাল ছাড় দেওয়া হবে না।
শনিবার রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে রেখেছে জামায়াতে ইসলামী। সমাবেশ সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা চেয়ে ডিএমপিকে চিঠিও দিয়েছিল তারা। তবে ডিএমপি আগেই জানিয়েছিল জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না।
এদিকে, ডিএমপি অনুমতি না দিলেও ২৮ অক্টোবর শাপলা চত্বরে মহাসমাবেশের কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, আগামীকাল শনিবার জামায়াতে ইসলামী ঘোষিত মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।
তিনি আরও বলেন, অনির্বাচিত অবৈধ সরকার জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে বসেছে। এই সরকারের পতন ঘটানো ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না। জামায়াতের মহাসমাবেশ বানচাল করার জন্য কোনো কোনো মহলের পক্ষ থেকে নানাভাবে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
মন্তব্য করুন