বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে পুলিশ গ্রেপ্তার করায় নতুন একজনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়- জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার হওয়ায় বিএনপির মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মিডিয়া সেলের সদস্য অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর। বিষয়টি সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে অবহিত করা হচ্ছে।
এ ছাড়াও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মঞ্জুর এলাহী কারাগারে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ চৌধুরীকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন