কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০২:৩৬ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

আমরা সুষ্ঠু নির্বাচন চাই, ইসিকে তৈমূর

তৃণমূল বাংলাদেশ জাতীয় পার্টির (বিএনপি) চেয়ারপারসন ও মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। পুরোনো ছবি
তৃণমূল বাংলাদেশ জাতীয় পার্টির (বিএনপি) চেয়ারপারসন ও মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। পুরোনো ছবি

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দফায় ৪৪টি দলের মধ্যে ২২টি দলকে নিয়ে সংলাপ শুরুর কথা থাকলেও ১৪টি দলের প্রতিনিধিদের নিয়ে সভা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই সংলাপ শুরু হয়।

সংলাপ শেষে কথা বলেছেন তৃণমূল বাংলাদেশ জাতীয় পার্টির (বিএনপি) চেয়ারপারসন ও মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের বক্তব্য শুনেছি। তারা তাদের প্রস্তুতির কথা বলেছেন। আমরা বলেছি ২০১৪ ও ১৮ সালের মতো নির্বাচনের পুনরাবৃত্তি চাই না। আমরা চাই একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং জনগণের আস্থা আনতে পারে এ ধরনের একটি নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা। ইসি আমাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছে আমরা দেখব, তারা বাস্তবিক পক্ষে কতটা প্রস্তুতি নিয়েছে।

আপনারা কি পদক্ষেপ নিতে বলেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তৈমূর আলম বলেন, আমরা বলেছি একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য। জনগণ যাতে আগ্রহী হয়, ভোটকেন্দ্রে আসে, নিরাপত্তা থাকে, সব দলের লেভেল প্লেয়িং ফিল্ড থাকে এবং সব দলের মধ্যে আস্থা থাকে এ ধরনের পরিবেশ সৃষ্টি করা।

বর্তমান ইসি তো আগে অনেকগুলো ভোট করেছে সামনে জাতীয় নির্বাচন, আপনাদের কি এই ইসির প্রতি আস্থা আছে জানতে চাইলে তৃণমূল বিএনপির চেয়ারপারসন বলেন, আমরা ক্যাটেগরি অনুয়ায়ী বলেছি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেখানকার এসপি নির্বাচন করে দিয়েছে। একজন পুলিশ কীভাবে নির্বাচন করে, কীভাবে ধরপাকড় করে, লেভেল প্লেয়িং ফিল্ড থাকে না এটা শুধু আমি না অন্যান্য যারা ছিল তারা সবাই বলেছে।

বর্তমান ইসি ভালো ভোট করতে পারবে কি না জানতে চাইলে তৈমূর বলেন, তাদের পরিস্থিতি আমরা দেখি তারপর আমরা সব রাজনৈতিক দল মিলে আবারও বক্তব্য দেব।

তাহলে কি আপনাদের এখনো ইসির প্রতি আস্থা আসেনি? জানতে চাইলে তিনি আরও বলেন, তাদের আস্থা অর্জন করতে চাইলে আরও আগাইতে হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২২টি দলের মধ্যে ১৫টি দল মতবিনিময় সভায় অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত একটি দল আসেনি। ৩টি দল সভায় না আসার কথা আগেই জানিয়ে দিয়েছিল। বাকিরা কোনো সিদ্ধান্ত জানায়নি।

সংলাপে বসা দলগুলোর মধ্যে রয়েছে- ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোট, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, এনপিপি, গণফোরাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএনএফ, গণফ্রন্ট, গণতন্ত্রী পার্টি ও নতুন নিবন্ধিত ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদকে নিয়ে আওয়ামী লীগের পক্ষে সংলাপে অংশ নিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান।

বিএনপিসহ ২২টি দলকে নিয়ে বিকেলে আলোচনায় বসার কথা থাকলেও সংলাপে বিএনপি অংশগ্রহণ করবে না বলে জানা যায়।

বিএনপি ছাড়াও তাদের জোটের আরও কয়েকটি দল সংলাপে যাওয়ার আগ্রহ নেই বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে। এদের মধ্যে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কল্যাণ পার্টি, জেএসডি রয়েছে।

এদিকে কোনো জোটে না থাকলেও সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইসলামিক দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস সংলাপে যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১০

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১১

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১২

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৩

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৪

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৫

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৬

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৭

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৮

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৯

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

২০
X