বিএনপি নতুন করে আবার অগ্নিসন্ত্রাস করতে নেমেছে, তারা মানুষ পুড়িয়ে মারার জন্য আবার নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। শনিবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের মহাসমাবেশে এ মন্তব্য করেন তিনি।
বাহাউদ্দিন নাছিম বলেন, অবরোধের নামে বিশৃঙ্খলা করতে চায় বিএনপি। আগামী নির্বাচনকে বানচাল করতে চায় তারা। ২০১৪ সালে যেভাবে অগ্নিসন্ত্রাস করেছে, নতুন করে আবার তারা অগ্নিসন্ত্রাস করতে নেমেছে। মানুষ পুড়িয়ে মারার জন্য আবার নেমেছে।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘অগ্নিসন্ত্রাসী, লুটেরা, দুর্নীতিবাজরা আর যাই হোক- বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আগামী দ্বাদশ নির্বাচন বানচাল করতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে তাদের (বিএনপি) প্রতিহত করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। ওই নির্বাচনে শেখ হাসিনাকে আবার নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখব।’
এদিকে আজ আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের পর আগামীকাল রোববার (৫ নভেম্বর) থেকে তিনটি স্টেশন দিয়ে শুরু হবে এ পথের বাণিজ্যিক যাত্রা। প্রাথমিকভাবে উত্তরা পর্যন্ত চলবে চার ঘণ্টা। দশ মিনিট পরপর আসবে ট্রেন। তিন মাসের মধ্যে বাকি স্টেশনগুলো চালু করে ভোর থেকে মধ্যরাতের পূর্ণ শিডিউলে চলবে মেট্রোরেল।
এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা।
পুরোপুরি চালু হলে উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ২১.২৬ কিলোমিটারের পুরো রুটটি ৪০ মিনিটেরও কম সময়ে ভ্রমণ করে মেট্রোরেল প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করবে বলে ধারণা করা হচ্ছে।
গত ২০১৬ সালের ২৪ জুন এমআরটি লাইন-৬ নামে পরিচিত মেট্রোরেল প্রকল্পের নির্মাণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্তব্য করুন