কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১০:৩২ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চীন থেকে কী বার্তা আনল আ.লীগের প্রতিনিধিদল

চীনের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অব চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে আ.লীগের প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত
চীনের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অব চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে আ.লীগের প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত

শুক্রবার চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান এমপির নেতৃত্বাধীন ৪ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে মন্ত্রী লিউ চিয়েন ছাউয়ের নেতৃত্বাধীন সিপিসি প্রতিনিধিদের বৈঠক হয়।

বৈঠকে আওয়ামী লীগ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দেশের সংবিধানকে অক্ষুণ্ন রেখে অধিকাংশ দলগুলোর অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে মত দিয়েছে চীন। দেশটিতে সফর করা আওয়ামী লীগ নেতাদের এমনটাই বলেছেন চীনের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অব চীনা কমিউনিস্ট পার্টির (আইডিসিপিসি/সিপিসি) মন্ত্রী লিউ চিয়েন ছাউ।

চিয়েন ছাউ বলেছেন, চীনও বাংলাদেশে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। সংবিধানকে সমুন্নত রেখে অনুষ্ঠেয় এমন নিরপেক্ষ নির্বাচনে গুরুত্বপূর্ণ অধিকাংশ রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ থাকা উচিত।

বৈঠকে ঢাকার প্রতিনিধিদলের বাকি ৩ জন কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য ও চীন আওয়ামী লীগের সদ্য সাবেক আহ্বায়ক তরুণ কান্তি দাস কান্তি, আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য খালেদ মাসুদ আহমেদ ও সদস্য সুমন কুণ্ডু উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের সদস্য এবং চীন আওয়ামী লীগের নেতা তরুণ কান্তি দাস গণমাধ্যমকে বলেন, হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ওই বৈঠকে বিভিন্ন ইস্যুতে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে। সিপিসি প্রতিনিধিদলের নেতা মন্ত্রী লিউ চিয়েন ছাউ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র বাংলাদেশ (চীনা ভাষায় ‘মংজালা কোয়ো’)-এর অত্যাসন্ন দ্বাদশ নির্বাচন প্রশ্নে বিবদমান রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা সমস্যাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয়ে খোলামেলা কথা বলেন। আলোচনার একপর্যায়ে তিনি জানান, উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে চীনও বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন আশা করে। যাতে বেশিরভাগ রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ থাকবে। তা ছাড়া নির্বাচনটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-বিআরআই সম্মেলন উপলক্ষে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আওয়ামী লীগ প্রতিনিধিদল দেশটি সফর করেছে জানিয়ে তরুণ কান্তি দাস কান্তি আরও বলেন, চীনের উপমন্ত্রী ছুন হাই ইয়েন এবং ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউ পো’র সঙ্গেও দলনেতা ফারুক খান এমপি তথা বাংলাদেশ প্রতিনিধিদলের অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে।

তরুণ কান্তি দাস কান্তি জানান, সফরকালে আওয়ামী লীগের প্রতিনিধিদল বিআরআই নিয়ে প্যানেল আলোচনাসহ বিভিন্ন বৈঠকে অংশ নেয়। সেখানে ফারুক খান এমপি দুই দেশের সম্পর্ককে আরও গভীর করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যুতে এক সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ৯ থেকে ১১ই নভেম্বর চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে সিপিসি’র উদ্যোগে ৩ দিনব্যাপী ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বি আর আই) ‘সিপিসি ইন ডায়ালগ উইথ পলিটিক্যাল পার্টিজ অব সাউথইস্ট অ্যান্ড সাউথ এশিয়ান কান্ট্রিজ’ সম্মেলন হয়। এতে বিশেষভাবে আমন্ত্রিত ছিল বাংলাদেশ। সেই সম্মেলনে যোগ দিতে ৮ নভেম্বর চীন সফরে যায় চার সদস্যের প্রতিনিধিদল, মঙ্গলবার তারা ঢাকা ফিরেন।

সম্মেলনে ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপাইন এবং ভারতসহ এশিয়ার ১৮টি দেশ অংশ নেয়। সেমিনার ও বৈঠকে ৫১টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কয়েকজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিকসহ ২০০-এর অধিক প্রতিনিধি যোগ দেন। সেখানকার প্যানেল আলোচনায় ফারুক খান এমপি বিআরআইর প্রকল্পে বাংলাদেশে সড়ক ও সেতু নেটওয়ার্কের মাধ্যমে রাজধানী শহর এবং গ্রামীণ বাংলাদেশের মধ্যে সংযোগ সহজীকরণের কথা উল্লেখ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না আমিরাত, কিন্তু কেন?

বিএনপি প্রার্থীর বহরে থাকা গাড়িতে আগুন, দগ্ধ ৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৮ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

চলন্ত বাসের খোলা লকারের ধাক্কায় যুবক নিহত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

পাবনায় নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলার তীব্র নিন্দা বিএনপির

পুষ্টিগুণে ভরপুর রোজেল পানীয়

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক : ডিসি অন্নপূর্ণা

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা

১০

আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

১১

বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

১২

দলের প্রশ্নে আমরা সবাই এক : নজরুল ইসলাম আজাদ

১৩

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

১৪

মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর

১৫

বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৬

শিশু আফিয়ার জন্য তারেক রহমানের বিশেষ উপহারের ঘর নির্মাণ শুরু

১৭

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

১৮

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নাঈমের

১৯

সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলব : সেলিমুজ্জামান

২০
X