বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণাকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার জন্য দায়ী থাকবে নির্বাচন কমিশন। এ সময় নির্বাচন কমিশনকে তপশিল ঘোষণা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘যেখানে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা ঠিক হয়নি, সেখানে নির্বাচন কমিশন তপশিল ঘোষণার মাধ্যমে আমি মনে করি দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে; যেটা দেশের জন্য সুখকর নয়। সামনে যে পরিস্থিতির সৃষ্টি হবে, রাজনৈতিক অবস্থা যদি জটিল হয়, সব দায়-দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর পড়বে।’
তিনি বলেন, ‘আপনারা নির্বাচনী তপশিল ঘোষণা করবেন না দয়া করে। যদি আপনারা না পারেন, সরকার যদি চাপ দেয়, আপনারা পদত্যাগ করুন। দেশকে বাঁচান, গণতন্ত্রকে বাঁচান। মানুষের ভোটাধিকার নিশ্চিত করুন।’
সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমেরিকান রাষ্ট্রদূত চিঠি দিয়েছেন। ২০১৪ সালে টেলিফোনে ডায়ালগ হয়েছিল। তারা ভোটারবিহীন নির্বাচন করেছে। ২০১৮ সালে ডায়ালগ হয়েছিল, গণভবনে সবাই গিয়েছিল আলোচনা করতে। প্রধানমন্ত্রী নিজেও কিন্তু আশ্বাস দিয়েছিলেন নির্বাচন সঠিক হবে, সুন্দর হবে, ফেয়ার হবে কিন্তু ফেয়ার হয়নি। আগের দিন রাতের বেলা ভোট হয়ে গেছে।’
আওয়ামী লীগকে জনগণ বিশ্বাস করে না মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের ভোটাররা বিশ্বাস করে না, কোনো রাজনৈতিক দল বিশ্বাস করে না। তাদের সঙ্গে আলোচনা করলেও, আমি মনে করি বৃথা; কোনো লাভ হবে না।'
বিএনপি সংলাপে যাবে কিনা- এমন প্রশ্নের জবাবে খোকন বলেন, ‘কার সঙ্গে সংলাপ করবেন? আওয়ামী লীগের বিশ্বাসযোগ্যতা নেই। আমাদের উচ্চ পর্যায় চিন্তা-ভাবনা করবে। যদি এ রকম কোনো প্রস্তাব আসে, নির্বাচনকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন না, আওয়ামী লীগ সরকারে থাকবে না- নিশ্চয়ই বিএনপি তখন চিন্তা-ভাবনা করবে।’
মন্তব্য করুন