নানা জল্পনা-কল্পনার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এদিকে ঘোষিত তপশিলকে স্বাগত জানিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো।
আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে গাজীপুর, ডেমরা, টঙ্গী, ধামরাইসহ ঢাকার বেশ কয়েকটি স্থানে।
এ ছাড়াও লক্ষ্মীপুর, নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, যশোর, কিশোরগঞ্জ, পিরোজপুর, সিরাজগঞ্জ, মুন্সীগঞ্জ, সুনামগঞ্জ, লালমনিরহাট, শেরপুর, চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, ফেনী, মানিকগঞ্জ, শ্রীমঙ্গল, কক্সবাজার, পীরগঞ্জ, দিনাজপুর, খুলনা, বরগুনা জেলাসহ দেশের বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ঘোষিত তপশিল অনুযায়ী, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। আপিল ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি ২০২৪ সকাল ৮টা পর্যন্ত।
মন্তব্য করুন