সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত নির্বাচনী তপশিল বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ সফল করতে রাজধানীতে যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টি।
রোববার (২৬ নভেম্বর) বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আগামী ৭ জানুয়ারি আরেকটি একতরফা নির্বাচন করতে চায় এই সরকার। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা দিয়ে জেলে পাঠানো হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে। কিন্তু এবার আর একতরফা নির্বাচন করা যাবে না। জনগণ এ ধরনের কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না।
তিনি বলেন, যতদিন পর্যন্ত এই সরকারের পতন না হবে, জনগণের আন্দোলন অব্যাহত গতিতেই চলবে। বিজয় ঘরে না তোলা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী বলেন, বাংলাদেশের মাটিতে এই সরকারকে আর ভোটাধিকার হরণ করার নির্বাচন করতে দিবে না জনগণ। তারা আগামী ৭ জানুয়ারির নির্বাচন বয়কট করেছে এবং একমাত্র দাবি তুলেছে ক্ষমতাসীন সরকারের পদত্যাগ চাই।
এতে আরও বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, গণফোরাম তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু।
গণফোরামের ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. সানজিদ রহমান শুভ'র সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন গণফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ইমাম হোসেন; বাংলাদেশ পিপলস পার্টির প্রেসিডিয়াম মেম্বার আতিকুর রহমান লিটন, হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান রানী শেখ, খাদিজা বেগম, দপ্তর সম্পাদক আনোয়ার মল্লিক প্রমুখ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন