সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা ও দ্বাদশ সংসদের নির্বাচনী তপশিল বাতিলের দাবিতে ১১তম দফায় বিএনপির ডাকা ৩৬ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় প্রথম সহ-সভাপতি তানজিল হাসান। মিছিলটি শনির আখড়া থেকে শুরু করে রায়েরবাগ বাসস্ট্যান্ডে পুলিশের বাধায় শেষ হয়। এ সময় পুলিশ ধাওয়া দিলে ছাত্রদলের একজন নেতা আহত হন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফরের সার্বিক তত্ত্বাবধানে মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন, সদস্য আনিচুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহবায়ক এইচ এম রিয়াজুল ইসলাম রিয়াজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আল আমিন মৃধা, সায়রা চন্দ্রা সারা, সাইফুল ইসলাম রাকিব, যুগ্ম সম্পাদক, সাদেক হোসেন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাহিদ মান্নান, মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রাসেল, মামুন সাগর, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, তানজিম সোহাগ, মহানগর উত্তর ছাত্রদলের সোহাগ সিকদার,সাইফুল ইসলাম পারভেজ তালুকদার, তেজগাঁও থানা ছাত্রদলের সহ সভাপতি জহিরুল ইসলাম অমি, রামপুরা থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাব্বির হোসেন রোমান, তেজগাঁও পলিটিকনিক ইন্সটিটিউটের সাব্বির হোসেন, রামপুরা থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রাসেল, ইয়াসিন, শাকিল, সাগর, ঢাকা কলেজ ছাত্রদলের জহিরুল ইসলাম শুভ, তারাব পৌরসভার ছাত্রদলের হাসিবুল হাসান তুরাগ, ছাত্রদল নেতা রবিউল ইসলাম হৃদয়, মাইদুল ইসলাম, ফয়সাল, মনির হোসেন, সাকিবসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
মিছিলে পুলিশের হামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য আনিচুর রহমান খান আহত হয় বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন