বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৩:০৭ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে আ.লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

সিলেটে আ.লীগ-বিএনপি সংঘর্ষ। ছবি : কালবেলা
সিলেটে আ.লীগ-বিএনপি সংঘর্ষ। ছবি : কালবেলা

সিলেটে কানাইঘাটে হরতালের প্রথম দিনের রাতে ভোট বর্জন ও হরতালের সমর্থনে বিএনপির মশাল মিছিলে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সুরইঘাট বাজারে এ ঘটনা ঘটেছে। এ সময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

জানা যায়, কানাইঘাট থানাধীন সুরইঘাট বাজারে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের অর্ধশতাধিক কর্মী একটি মশাল মিছিল বের করে। এ সময় তারা ভোট বর্জন ও নির্বাচন বাতিলের দাবিতে নানা স্লোগান দেন। মিছিলের সময় বাজারে পুলিশ অবস্থান নিলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কানাইঘাট থানার এসআই সনজিত কুমার রায়সহ বেশ কয়েকজন আহত হন। বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের ১০/১২ জন আহত হন।

পরে থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুরইঘাট বাজারে যেতে থাকলে বিএনপি নেতাকর্মীরা বাজার এলাকা ত্যাগ করে চলে যায়।

এ বিষয়ে কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, আমাদের নেতাকর্মীরা মিছিল নিয়ে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। তখন উভয়ের মধ্যে ইটপাটকেল ছোড়াছুঁড়ি হয়। এতে আমাদের ৪/৫ জন আহত হয়েছে।

কানাইঘাট উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ এনামুল হক কালবেলাকে বলেন, বিএনপির মশাল মিছিলে থেকে ককটেল নিক্ষেপ করেছিল। জনগণের জান মাল নিরাপত্তা নিশ্চিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ প্রতিহত করেছে। অগ্নি সন্ত্রাসদের বিরুদ্ধে আমরা সব সময় মাঠে আছি।

কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন কালবেলাকে বলেন, বিএনপি সুরইঘাট বাজারে বিএনপি মশাল মিছিল নিয়ে আসলে তাদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা 

গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ

জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

চীনা দূতাবাস কর্মকর্তার সঙ্গে চৌদ্দগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ

ইউএস বাংলার সাময়িকীর কনটেন্ট তৈরি করবে অ্যানেক্স কমিউনিকেশনস

১০

সাদিয়া আয়মানের সমুদ্র বিলাশ

১১

পৌরসভার পরিত্যক্ত ভবনে মিলল নারীর মরদেহ 

১২

কড়াইলের আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ জানাল ফায়ার সার্ভিস

১৩

প্রশাসনের ৭ কর্মকর্তার পদোন্নতি

১৪

যুক্তরাষ্ট্রে যোগাযোগ ও মিডিয়া কনফারেন্সে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা

১৫

এবার জুবিনের মৃত্যু নিয়ে উত্তাল বিধানসভা

১৬

‘সুখবর’ পেলেন বিএনপির আরেক নেত্রী

১৭

বাজার থেকে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক

১৮

দারিদ্র্যসীমা নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিল বিশ্বব্যাংক

১৯

সাড়ে ৪ ঘণ্টায়ও নেভেনি কড়াইল বস্তির আগুন, পুড়ল শতাধিক ঘর

২০
X