সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৩:০৭ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে আ.লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

সিলেটে আ.লীগ-বিএনপি সংঘর্ষ। ছবি : কালবেলা
সিলেটে আ.লীগ-বিএনপি সংঘর্ষ। ছবি : কালবেলা

সিলেটে কানাইঘাটে হরতালের প্রথম দিনের রাতে ভোট বর্জন ও হরতালের সমর্থনে বিএনপির মশাল মিছিলে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সুরইঘাট বাজারে এ ঘটনা ঘটেছে। এ সময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

জানা যায়, কানাইঘাট থানাধীন সুরইঘাট বাজারে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের অর্ধশতাধিক কর্মী একটি মশাল মিছিল বের করে। এ সময় তারা ভোট বর্জন ও নির্বাচন বাতিলের দাবিতে নানা স্লোগান দেন। মিছিলের সময় বাজারে পুলিশ অবস্থান নিলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কানাইঘাট থানার এসআই সনজিত কুমার রায়সহ বেশ কয়েকজন আহত হন। বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের ১০/১২ জন আহত হন।

পরে থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুরইঘাট বাজারে যেতে থাকলে বিএনপি নেতাকর্মীরা বাজার এলাকা ত্যাগ করে চলে যায়।

এ বিষয়ে কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, আমাদের নেতাকর্মীরা মিছিল নিয়ে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। তখন উভয়ের মধ্যে ইটপাটকেল ছোড়াছুঁড়ি হয়। এতে আমাদের ৪/৫ জন আহত হয়েছে।

কানাইঘাট উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ এনামুল হক কালবেলাকে বলেন, বিএনপির মশাল মিছিলে থেকে ককটেল নিক্ষেপ করেছিল। জনগণের জান মাল নিরাপত্তা নিশ্চিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ প্রতিহত করেছে। অগ্নি সন্ত্রাসদের বিরুদ্ধে আমরা সব সময় মাঠে আছি।

কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন কালবেলাকে বলেন, বিএনপি সুরইঘাট বাজারে বিএনপি মশাল মিছিল নিয়ে আসলে তাদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলের মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস 

ব্রাজিলের তারকাদের নিয়ে তীব্র সমালোচনায় রোমারিও!

প্রধান উপদেষ্টার প্রেস উইং / বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমীরের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত

দুই মহাদেশের দুই প্রতিযোগিতা থেকে মেসি-রোনালদোর বিদায়

দেশকে নতুন করে গড়তে পারস্পরিক আস্থার পরিবেশ জরুরি : প্রধান উপদেষ্টা

চুরির সময় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

নির্ধারিত সময়ের দুই মাস আগে সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা

বিশ্লেষণ / সুপারপাওয়ার হয়েও ইয়েমেনিদের থামাতে পারছে না আমেরিকা

শ্রমজীবী মানুষের ওপর নির্যাতন বন্ধের দাবি

যশোরে জৈব বায়োলিডে বাড়ছে ধানের ফলন

১০

৩২ বছর খুলছে জাকসুর দুয়ার, নির্বাচনের তারিখ ঘোষণা

১১

জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

১২

এনসিপির প্রেস বিজ্ঞপ্তির প্রতিবাদ জানাল ইশরাকের আইনজীবী 

১৩

ফিলিস্তিনিদের জন্য মালয়েশিয়াস্থ চট্টগ্রাম সমিতির অনুদান

১৪

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ / ভারতের প্রতি সমর্থন, তবে পাকিস্তান প্রসঙ্গে প্রমাণ চায় যুক্তরাষ্ট্র

১৫

বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচারে ব্রিটিশ এমপিদের উদ্বেগ 

১৬

আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ

১৭

এআই আর্মস রেস  / ইসলামি দেশগুলোকে নিয়ে বসছে ইরান

১৮

কেউ গোপনে ভালোবাসছে? জেনে নিন তার ৭টি লক্ষণ

১৯

রক্তাক্ত গাজা : ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৫

২০
X