মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে লোহার পাত, অর্ধশত গাড়ির চাকা পাংচার

লোহার পাত ঢুকে পাংচার হওয়া চাকা। ছবি : কালবেলা
লোহার পাত ঢুকে পাংচার হওয়া চাকা। ছবি : কালবেলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের ২৯ কিলোমিটার এলাকাজুড়ে লোহার পাত ছড়িয়ে রাখা হয়েছে। এ পাত ঢুকে অর্ধশত গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। এতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে গাড়ির চালক ও যাত্রীদের। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে। এই ঘটনায় সন্দেহভাজন এক ওয়েলন্ডিং মিস্ত্রিকে আটক করা হয়েছে।

ঢাকা থেকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের চালক নুর হোসেন বলেন, বাস মিরসরাইয়ের মস্তাননগরে আসার পর হটাৎ গাড়ির চাকা পাংচার হয়ে যায়। এরপর গাড়ি থামিয়ে দেখি, চাকার ভেতর লোহার ত্রিভূজ আকৃতির ধারাল এঙ্গেল ঢুকে গেছে। পরে আরেকটি চাকা লগিয়ে প্রায় এক ঘণ্টা পর রওনা হয় চট্টগ্রামের দিকে। আমার ও যাত্রীদের সময় নষ্ট হয়েছে।

জানা গেছে, বিএনপির ডাকে টানা ৪৮ ঘণ্টার হরতালের আগের রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ধুমঘাট থেকে নিজামপুর কলেজ পর্যন্ত একাধিক জায়গায় দুই-চারটি ত্রিভুজ আকৃতির ঝালাই করা লোহার পাত রাস্তায় পড়েছিল। এতে প্রায় অর্ধশত গাড়ির চাকা পাংচার হয়। মহাসড়কে বিভিন্ন অংশে রাস্তার পাশে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

একটি গাড়ির মালিক কামরুল ইসলাম চৌধুরী বলেন, মহাসড়কে উদ্দেশ্যমূলকভাবে লোহার পাত ফেলে রাখায় আমারটাসহ প্রায় ৫০-৬০টি গাড়ির চাকা নষ্ট হওয়ায় নিদারুণ কষ্ট সহ্য করতে হলো। আমার কিছুটা ভাগ্য ভালো যে একটি চাকার ক্ষতি হয়েছে। কোনো গাড়ির দুটি, কোনো গাড়ির ৩টি চাকা পাংচার হয়। চাকা ঠিক করে আসার পথে ফেলে রাখা লোহার বেশ কয়েকটি পাত নিয়ে রাস্তা থেকে সরিয়ে আসলাম, অন্যথায় অন্যরাও ক্ষতিগ্রস্ত হতো।

নিজামপুর এলাকায় চাকা মেকানিক রিপন মিয়া বলেন, অদ্ভুত ধরনের একটি ধাতব বস্তু মহাসড়কের বিভিন্ন অংশে ফেলেছে দুর্বত্তরা। অনেক গাড়ির চাকা পাংচার হয়েছে। আমার দোকানে বেশ কয়েকটি গাড়ি নিয়ে আসা হয়েছে চাকা মেরামতের জন্য।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে মহাসড়কে বিভিন্ন অংশে এ ঘটনা ঘটেছে। যেখান থেকে খবর পেয়েছি সেখানে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। সন্দেহভাজন এক ওয়েলন্ডিং মিস্ত্রিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাশকতা কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংকে চাকরি, দ্রুত আবেদন করুন

ফুটবল থেকে ইসরায়েলকে বয়কটের তোড়জোড়

রূপপুর বিদ্যুৎকেন্দ্র নিয়ে আইএইএর ৮৫ পাতার গোপন প্রতিবেদন

শরণার্থীবোঝাই নৌকায় আগুনে পুড়ে নিহত ৫০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন করুন

রাজধানীতে আজ কোথায় কী

১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা বরখাস্ত

আকিজ বশির গ্রুপের আইটি বিভাগে চাকরির সুযোগ

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে সুলতান’স ডাইন

ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১০

টিভিতে আজকের খেলা

১১

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২

১৭ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৩

টিকটকের নিয়ন্ত্রণ নিচ্ছে মার্কিন বিনিয়োগকারীরা

১৪

এশিয়া কাপে পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত আজ

১৫

অস্কারে যাচ্ছে ইরানের ছবি 

১৬

এমবাপ্পের দুই পেনাল্টিতে রিয়ালের রোমাঞ্চকর জয়

১৭

বাংলাদেশের জয়ের পর গ্রুপ ‘বি’-এর পয়েন্ট টেবিলের চিত্র

১৮

প্রথম বলে উইকেট আর ম্যাচসেরা হওয়ার পর নাসুমের প্রতিক্রিয়া

১৯

জীবন দেব তবু ৭১ ও ২৪ রাজাকারদের হতে দেব না : ইশরাক

২০
X