মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে লোহার পাত, অর্ধশত গাড়ির চাকা পাংচার

লোহার পাত ঢুকে পাংচার হওয়া চাকা। ছবি : কালবেলা
লোহার পাত ঢুকে পাংচার হওয়া চাকা। ছবি : কালবেলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের ২৯ কিলোমিটার এলাকাজুড়ে লোহার পাত ছড়িয়ে রাখা হয়েছে। এ পাত ঢুকে অর্ধশত গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। এতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে গাড়ির চালক ও যাত্রীদের। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে। এই ঘটনায় সন্দেহভাজন এক ওয়েলন্ডিং মিস্ত্রিকে আটক করা হয়েছে।

ঢাকা থেকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের চালক নুর হোসেন বলেন, বাস মিরসরাইয়ের মস্তাননগরে আসার পর হটাৎ গাড়ির চাকা পাংচার হয়ে যায়। এরপর গাড়ি থামিয়ে দেখি, চাকার ভেতর লোহার ত্রিভূজ আকৃতির ধারাল এঙ্গেল ঢুকে গেছে। পরে আরেকটি চাকা লগিয়ে প্রায় এক ঘণ্টা পর রওনা হয় চট্টগ্রামের দিকে। আমার ও যাত্রীদের সময় নষ্ট হয়েছে।

জানা গেছে, বিএনপির ডাকে টানা ৪৮ ঘণ্টার হরতালের আগের রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ধুমঘাট থেকে নিজামপুর কলেজ পর্যন্ত একাধিক জায়গায় দুই-চারটি ত্রিভুজ আকৃতির ঝালাই করা লোহার পাত রাস্তায় পড়েছিল। এতে প্রায় অর্ধশত গাড়ির চাকা পাংচার হয়। মহাসড়কে বিভিন্ন অংশে রাস্তার পাশে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

একটি গাড়ির মালিক কামরুল ইসলাম চৌধুরী বলেন, মহাসড়কে উদ্দেশ্যমূলকভাবে লোহার পাত ফেলে রাখায় আমারটাসহ প্রায় ৫০-৬০টি গাড়ির চাকা নষ্ট হওয়ায় নিদারুণ কষ্ট সহ্য করতে হলো। আমার কিছুটা ভাগ্য ভালো যে একটি চাকার ক্ষতি হয়েছে। কোনো গাড়ির দুটি, কোনো গাড়ির ৩টি চাকা পাংচার হয়। চাকা ঠিক করে আসার পথে ফেলে রাখা লোহার বেশ কয়েকটি পাত নিয়ে রাস্তা থেকে সরিয়ে আসলাম, অন্যথায় অন্যরাও ক্ষতিগ্রস্ত হতো।

নিজামপুর এলাকায় চাকা মেকানিক রিপন মিয়া বলেন, অদ্ভুত ধরনের একটি ধাতব বস্তু মহাসড়কের বিভিন্ন অংশে ফেলেছে দুর্বত্তরা। অনেক গাড়ির চাকা পাংচার হয়েছে। আমার দোকানে বেশ কয়েকটি গাড়ি নিয়ে আসা হয়েছে চাকা মেরামতের জন্য।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে মহাসড়কে বিভিন্ন অংশে এ ঘটনা ঘটেছে। যেখান থেকে খবর পেয়েছি সেখানে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। সন্দেহভাজন এক ওয়েলন্ডিং মিস্ত্রিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাশকতা কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিটি মুসলিম যেন এই অনুভূতি পায় : মারিয়া মিম

রমজানে বিনামূল্যে ইফতার পাবেন ১২ লাখ মানুষ

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, কারাগারে জেষ্ঠ্য সহকারী সচিব

বিএনপি ও জামায়াতের নেতাকে শোকজ

ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যদণ্ড কার্যকর

সাত সাগর আর তেরো নদী পাড়ি দিয়ে মুখোমুখি জায়েদ-তানিয়া

দেশে ফিরতে চান সালাউদ্দিন

ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন হাবিব ওয়াহিদ

সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল

অতীতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রাভিনা

১০

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

১১

১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে : সালাহউদ্দিন আহমদ 

১২

২৫ বছরের কৃষি পরিকল্পনা ঠিক করেছে সরকার

১৩

ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে হামলার শিকার কংগ্রেসের মুসলিম নারী সদস্য

১৪

ঘুমের মধ্যে পায়ের রগে টান লাগলে যে দোয়া পড়বেন

১৫

অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু

১৬

৪ বছর পর চেয়ারম্যান হিসেবে ফিরলেন জামায়াত নেতা

১৭

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে অবাক উদিত নারায়ণ

১৮

এবার দুদকের মামলায় গ্রেপ্তার আনিস আলমগীর

১৯

হাওরে পাখি শিকারের সময় আটক ৩

২০
X