বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে লোহার পাত, অর্ধশত গাড়ির চাকা পাংচার

লোহার পাত ঢুকে পাংচার হওয়া চাকা। ছবি : কালবেলা
লোহার পাত ঢুকে পাংচার হওয়া চাকা। ছবি : কালবেলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের ২৯ কিলোমিটার এলাকাজুড়ে লোহার পাত ছড়িয়ে রাখা হয়েছে। এ পাত ঢুকে অর্ধশত গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। এতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে গাড়ির চালক ও যাত্রীদের। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে। এই ঘটনায় সন্দেহভাজন এক ওয়েলন্ডিং মিস্ত্রিকে আটক করা হয়েছে।

ঢাকা থেকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের চালক নুর হোসেন বলেন, বাস মিরসরাইয়ের মস্তাননগরে আসার পর হটাৎ গাড়ির চাকা পাংচার হয়ে যায়। এরপর গাড়ি থামিয়ে দেখি, চাকার ভেতর লোহার ত্রিভূজ আকৃতির ধারাল এঙ্গেল ঢুকে গেছে। পরে আরেকটি চাকা লগিয়ে প্রায় এক ঘণ্টা পর রওনা হয় চট্টগ্রামের দিকে। আমার ও যাত্রীদের সময় নষ্ট হয়েছে।

জানা গেছে, বিএনপির ডাকে টানা ৪৮ ঘণ্টার হরতালের আগের রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ধুমঘাট থেকে নিজামপুর কলেজ পর্যন্ত একাধিক জায়গায় দুই-চারটি ত্রিভুজ আকৃতির ঝালাই করা লোহার পাত রাস্তায় পড়েছিল। এতে প্রায় অর্ধশত গাড়ির চাকা পাংচার হয়। মহাসড়কে বিভিন্ন অংশে রাস্তার পাশে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

একটি গাড়ির মালিক কামরুল ইসলাম চৌধুরী বলেন, মহাসড়কে উদ্দেশ্যমূলকভাবে লোহার পাত ফেলে রাখায় আমারটাসহ প্রায় ৫০-৬০টি গাড়ির চাকা নষ্ট হওয়ায় নিদারুণ কষ্ট সহ্য করতে হলো। আমার কিছুটা ভাগ্য ভালো যে একটি চাকার ক্ষতি হয়েছে। কোনো গাড়ির দুটি, কোনো গাড়ির ৩টি চাকা পাংচার হয়। চাকা ঠিক করে আসার পথে ফেলে রাখা লোহার বেশ কয়েকটি পাত নিয়ে রাস্তা থেকে সরিয়ে আসলাম, অন্যথায় অন্যরাও ক্ষতিগ্রস্ত হতো।

নিজামপুর এলাকায় চাকা মেকানিক রিপন মিয়া বলেন, অদ্ভুত ধরনের একটি ধাতব বস্তু মহাসড়কের বিভিন্ন অংশে ফেলেছে দুর্বত্তরা। অনেক গাড়ির চাকা পাংচার হয়েছে। আমার দোকানে বেশ কয়েকটি গাড়ি নিয়ে আসা হয়েছে চাকা মেরামতের জন্য।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে মহাসড়কে বিভিন্ন অংশে এ ঘটনা ঘটেছে। যেখান থেকে খবর পেয়েছি সেখানে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। সন্দেহভাজন এক ওয়েলন্ডিং মিস্ত্রিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাশকতা কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠানের প্রস্তুতি 

খালেদা জিয়ার রুহের মাগফিরাতে নিউমার্কেট বিএনপির দোয়া

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

গণতন্ত্র হারাল এক অভিভাবক, জাতির জন্য অপূরণীয় ক্ষতি : এবিএম ওবায়দুল

প্রকৌশল খাতে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য : আইইবি

রুমিন ফারহানাসহ যে ৯ জনকে বহিষ্কার করল বিএনপি

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে যেসব সড়ক বন্ধ থাকবে 

বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণ নিয়ে যা জানা গেল

বহিষ্কারের পর নির্বাচন করার ঘোষণা ১ বিএনপি নেতার

ইজতেমার ময়দানে সমাবেশ নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার

১০

রাস্তায় ফেলে যাওয়া ২ শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

১১

খালেদা জিয়ার মৃত্যু / ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণায় স্থগিত হলো যেসব পরীক্ষা

১২

বিএনপি নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং কর্মকর্তাকে ব্যাংকের চিঠি

১৩

খালেদা জিয়ার ‘মাতৃস্নেহ’ নিয়ে অধ্যাপক জাহিদের স্মৃতিচারণা

১৪

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাবির বিশেষ পরিবহন ব্যবস্থা

১৫

ওয়েস্টিন, শেরাটন ও হানসার ৩১ ডিসেম্বরের সব অনুষ্ঠান বাতিল

১৬

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক : ডা. তাহের

১৭

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

১৮

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোকবার্তা

১৯

যে পথে সংসদ ভবনে যাবে খালেদা জিয়ার লাশবাহী কনভয়

২০
X