কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০১:৩৫ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সম্মিলিত আন্দোলনে সরকারের পতন নিশ্চিত : ১২ দল

১২ দলীয় জোটের লোগো। কালবেলা গ্রাফিক্স
১২ দলীয় জোটের লোগো। কালবেলা গ্রাফিক্স

১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় -নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর আন্দোলন চলছে। এই আন্দোলন ক্রমেই বেগবান হবে। ডান-বাম এবং মধ্যপন্থিদের সম্মিলিত এই আন্দোলনে নিশ্চিত এই সরকারের পতন ঘটবে।

শহীদ বুদ্ধিজীবী দিবসে আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে এক যুক্ত বিবৃতিতে তারা এসব কথা বলেন।

১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেন, যারা জ্ঞান ও প্রজ্ঞার আলো দিয়ে স্বাধীনতার সূর্যকে সাজিয়েছেন, যাদের বুদ্ধিমত্তায় রাজনৈতিক নেতৃত্বে স্বাধীনতার বিজয়, যাদের মেধায় শিক্ষাপ্রতিষ্ঠান আলোকিত- আমরা ১২ দলীয় জোট সে সকল মহান বুদ্ধিজীবীর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।

নেতারা বলেন, মুক্তির সংগ্রামে ১৯৭১ সালে সারা বাংলার মানুষ যেভাবে একত্রিত হয়েছিল, একইভাবে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও আমরা ঐক্যবদ্ধ। সমগ্র বাংলাদেশে আজ বিরোধী দল এবং দেশের জনগণ মুক্তির সংগ্রামের সৈনিক।

নেতারা আরও বলেন, আজ দেশের মানুষ তাদের ভোটাধিকার, গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক অধিকারের সংগ্রামে রাজপথে নেমে এসেছে। এই সরকার জুলুমবাজ, দুর্নীতিবাজ ও অত্যাচারী সরকার। তাদের হাতে যেমন দেশ নিরাপদ নয়, তেমনি জনগণের অধিকারও অনিরাপদ। সুতরাং এই সরকারের পদত্যাগ এবং জনগণ তাদের দাবি আদায় না করা পর্যন্ত ঘরে ফিরে যাবে না।

১২ দলীয় জোটের নেতারা বলেন, প্রতিনিয়ত নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে দেশের নিম্নবিত্ত-মধ্যবিত্ত পরিবারগুলোতে করুণ অবস্থা চলছে। অনাহারে -অর্ধাহারে অসংখ্য পরিবার জীবন-যাপন করছে। বহু পরিবারের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। এভাবে একটি সভ্য রাষ্ট্র চলতে পারে না।

বিবৃতিদাতারা হলেন- জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব ও জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মো. ফারুক রহমান, জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ড দরপতনে ইরানের রিয়াল, ডলার ছাড়াল ১৪ লাখ ৭০ হাজার

বিপিএল ছাড়ার হুমকি ঢাকা ক্যাপিটালসের

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই : জামায়াত

প্রিমিয়ার লিগ জয়ের জন্য শক্তি বাড়াল ম্যানসিটি

যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, নিবিড় পর্যবেক্ষণে ভারত

আলজাজিরার এক্সপ্লেইনার / কেন বাংলাদেশে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি করতে চাইছে পাকিস্তান

খালেদা জিয়া জনগণের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন : কবীর ভূঁইয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেডআরএফের দোয়া মাহফিল

মাঠেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ক্রিকেটার

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ 

১০

বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক

১১

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ইউট্যাবের শ্রদ্ধাঞ্জলি

১২

ফাইনালের রাজা হ্যান্সি ফ্লিক

১৩

মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে হাসনাত-মঞ্জুরুলের পাল্টা আবেদন

১৪

মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি

১৫

খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির গভীর শোক

১৬

ইরানে বিক্ষোভ কেন, সরকার কি পতনের মুখে?

১৭

ট্রাম্পকে হুমকি দিয়ে মার্কিন হামলার আশঙ্কায় কলম্বিয়ার প্রেসিডেন্ট

১৮

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিমুদ্দিন

১৯

অস্ত্র ও হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার 

২০
X