কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫৫ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের লিফলেট বিতরণ

রাজধানীতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা
রাজধানীতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের লিফলেট বিতরণ। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, আওয়ামী সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো করে আবারও বিনা ভোটে ক্ষমতার মসনদে বসতে চায়। এ জন্য তারা দেশের জনগণকে বোকা বানাতে নতুন নতুন কৌশলের আশ্রয় নিয়ে নানামুখী চক্রান্ত করে যাচ্ছে।

এ ছাড়াও কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

মতিঝিলে গণসংযোগ ও লিফলেট বিতরণ

কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে প্রহসনের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর মতিঝিলে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আবু আম্মার, শামসুল বারী, মোতাসিম বিল্লাহ, ছাত্রনেতা তাজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

ডেমরায় গণসংযোগ ও লিফলেট বিতরণ

কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ডেমরা থানার কোনাপাড়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ইঞ্জি এম. ডি. আলী, কে. এম. মোজাফফর হোসেন, আবু জয়নব, আবু মৃধা, জসিমউদদীন, মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সবুজবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণ

আজ ২৩ ডিসেম্বর শনিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে সবুজবাগের বাসাবো এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামছুর রহমানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আবু নাবিল, মাওলানা আবু মাহি, মো ইসহাক, শ্রমিক নেতা সোহেল রানা মিঠু, ছাত্রনেতা ফাহিম হাসান, হাসিব আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

খিলগাঁও এ গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আজ ২৩ ডিসেম্বর শনিবার সকালে খিলগাঁও থানার বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আশরাফুল আলম ইমনের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মোহাম্মদ আলী, আবু মুয়াজ, সাজেদুর রহমান শিবলী, জামায়াত নেতা খোরশেদ আলম, আবিদুর রহমান, হুমায়ুন কবির, মোহাম্মদ সাইফুল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ধানমন্ডিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ

ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে আজ সকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জামায়াতের নেতাকমীরা। অ্যাডভোকেট জসিম উদ্দিন তালুকদারের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

শনির আখড়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ

গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে আজ সকালে রাজধানীর শনির আখড়াই গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য সাদেক বিল্লাহর নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন নওশের আহমেদ, রাসেল মাহমুদ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বংশালে গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রহসনের নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিনের লালবাগ-বংশাল এলাকায় মহানগরীর মজলিসে শুরা সদস্য মতিউর রহমানের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। সেখানে আরো উপস্থিত ছিলেন জোনের বিভিন্ন থানার নেতারা।

কদমতলীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রহসনের নির্বাচন বর্জন করে ভোটদান থেকে বিরত থাকার মাধ্যমে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজ ২৩ ডিসেম্বর শনিবার রাজধানীর কদমতলী এলাকায় লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের নেতৃত্বে লিফলেট বিতরণে আরও উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য মো. মহিউদ্দিন, মো. আতিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সূত্রাপুর-সদরঘাট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ ২৩ ডিসেম্বর শনিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সূত্রাপুর-সদরঘাট এলাকার বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য সাইফুল ইসলাম, মোতাসিম বিল্লাহ, রানা সরকার, কামরুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, নোমান শিকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

যাত্রাবাড়ীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রহসনের নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিনের যাত্রাবাড়ী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। মহানগরীর মজলিসে শুরা সদস্য শাহজাহান খানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আমিরুল ইসলাম, আবু তাহসিন, রবিউল ইসলাম, শ্রমিক নেতা জুবায়ের মাহমুদ, ছাত্রনেতা দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

হাজারীবাগ ও কামরাঙ্গীরচরে গণসংযোগ ও লিফলেট বিতরণ

ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে আজ সকালে রাজধানীর হাজারীবাগ ও কামরাঙ্গীরচরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জামায়াতের নেতাকমীরা। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবী মানিকের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মুজিবুর রহমান, শহীদুল ইসলাম সোহেল, আব্দুস সামাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১০

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১১

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১২

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৩

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৪

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৫

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৬

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৭

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৮

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৯

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

২০
X