দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের আহ্বানে আগামীকাল শনিবার (৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টা হরতাল সফলে রাজধানীতে মিছিল করেছেন যুবদলের কেন্দ্রীয় নেতারা।
শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে যুবদলের কেন্দ্রীয় নেতাদের একটি মিছিল রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে শিল্পব্যাংক ভবন হয়ে আবার দৈনিক বাংলায় এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কেএমএস মুসাব্বির শাফি, সদস্য হাবিবুর রহমান হাবিব, সদস্য কায়সার কাদের সরকার মামুন, ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল, যুবদল নেতা তফাজ্জ্বল হোসেন কাজল রানা, ফারুক হোসেন পাটওয়ারী, খন্দকার রাসেল, সাজ্জাদ ভূঁইয়া, মামুন আহমেদ, টিপু সুলতান, চাঁদপুর জেলা যুবদলের সিনিয়র সদস্য দেওয়ান মো. জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন