আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন এবং সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর মালিবাগ বিশ্বরোডে আনসার হেডকোয়ার্টারে সামনে থেকে শুরু হয়ে মালিবাগ বাজারে গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
মিছিল থেকে নেতাকর্মীরা ৭ জানুয়ারি নির্বাচন বর্জন ও ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মন্তব্য করুন