আগামীকাল দ্বাদশ সংসদ নির্বাচনকে ডামি আখ্যা দিয়ে তা বর্জন, শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির ডাকা হরতালের সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতারা।
শনিবার (৬ জানুয়ারি) সকাল ৮টায় রাজধানীর মৌচাক থেকে মগবাজার ওয়ারলেস গেইট পর্যন্ত মিছিল করা হয়। মিছিলটি ওয়ারলেস গেইটে পৌঁছালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহসাধারণ সম্পাদক শাহ্ নাসিরউদ্দিন রুমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহক্রীড়া সম্পাদক, আমানউল্লাহ বিপুল, সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কে এস এম মুসাব্বির শাফী, সহমানবাধিকার সম্পাদক মাহাবুব আলম আক্তার, সহপাঠাগার সম্পাদক সাজিদ হাসান বাবু, সদস্য মিজানুর রহমান সুমন, সাইদুর রহমান শামীম, হেদায়েত হোসেন ভূঁইয়া ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য রাশেদ আল আমিন শুভ।
আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা শফিকুল ইসলাম ইমন, অ্যাডভোকেট এমদাদুল হক ইমরান, কাজী মনজুর রহমান, আল আমিন হোসাইন, ফখরুল বিন খালেক, সাইফুল বাছির সোহেল প্রমুখ।
মন্তব্য করুন