জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়ার নেতৃত্বে রাজধানীর মিরপুরে ‘ডামি নির্বাচনে ডামি সরকারের’ আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান গ্যাস ও জ্বালানি সংকট, দেশজুড়ে খুন এবং ধর্ষণের প্রতিবাদ এবং গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছেন সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে এই লিফলেট বিতরণ করা হয়। নেতাকর্মীরা পথচারী, দোকানদার, সাধারণ মানুষ ও রিকশাচালকদের হাতে লিফলেট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক, মাহমুদুল হাসান বসুনিয়া, মাসুদ রানা রিয়াজ, এসএম আনিসুর রহমান, সহসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম দীপু পাটোয়ারী, সহসাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, সদস্য আফজাল রহমান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সহসভাপতি আনিসুর রহমান সোহেল, কবি নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইরফান আহমেদ ফাহিম, তিতুমীর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সদ্য কারামুক্ত ছাত্রনেতা হামদে রাব্বি আকরাম, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্মসম্পাদক মামুনুর রহমান, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক সদ্য কারামুক্ত ছাত্রনেতা আশিক আহমেদ।
আরও উপস্থিত ছিলেন বাংলা কলেজ ছাত্রদলের সহসভাপতি আরিফ হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল এর সাবেক যুগ্ম আহবায়ক ইমাম হোসেন নির্জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সেলিম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হল ছাত্রদলের আরিফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের একরামুল হক, মো. সাব্বির খান, মো. কায়েস, মশিউর, ঢাকা কলেজ ছাত্রদলের মাহফুজুর রহমান রাজ, নাহিদ, ফরহাদ, আশিক, সুজন, নয়ন, ঢাকা কলেজের ওবায়দুর রহমান শিবলী, তিতুমীর কলেজ ছাত্রদলের মেহেদি, বাংলা কলেজ ছাত্রদলের আজগর, মাহাবুল, নয়ন, জীবন, কবি নজরুল কলেজ ছাত্রদলের রুহুল আমিন অন্তু, জামাল খান, তেজগাঁও কলেজ ছাত্রদলের সোহানুর রহমান সাগর, রাশেদ খান প্রমুখ।
মন্তব্য করুন