পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে এনসিপি নেতা

ফেনীতে শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে যোগ দিলেন আব্দুর রহিম বাবু। ছবি : কালবেলা
ফেনীতে শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে যোগ দিলেন আব্দুর রহিম বাবু। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাবু শতাধিক কর্মী-সমর্থক নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ফুলগাজী উপজেলা বিএনপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

আব্দুর রহিম বাবু গত বছরের ৪ ডিসেম্বর ঘোষিত ফেনী জেলা কমিটির শহর সাংগঠনিক ছিলেন।

এর আগে, আব্দুর রহমান বাবু ফুলগাজী পাইলট হাইস্কুল মাঠে তার অনুসারীদের জড়ো করেন। এরপর সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফুলগাজি উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক গোলাপ রসুল মজুমদার, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপন, সহস্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

ছাত্রদলে যোগ দেওয়া রহিম বাবু বলেন, আমি জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম। গত ১৬ মাস ধরে ফুলগাজী উপজেলায় ছাত্র সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। এরপর আমার কাজে সন্তুষ্টি হয় এনসিপি আমাকে ফেনী জেলার সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছেন। তারা আমাদের কমিটমেন্ট দিয়েছিল নতুন ধারা বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তারা সেই কমিটমেন্ট রাখতে পারেনি।

তিনি আরও জানান, তারা ১৯৭১ সালে যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল সে জামায়াতের সঙ্গে জোট বদ্ধ হয়েছেন। যেহেতু আমি আগে থেকে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজনীতি আমার কাছে ভালো লাগে। তাই আমি বিএনপির সঙ্গে যুক্ত হয়েছি। সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমান এবং তারেক রহমানের আদর্শকে ধারণ করে আমি কাজ করে যাব। সেজন্য আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে ফেনী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, আব্দুর রহিম বাবু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখ সারির নেতা ছিলেন। আমি তাকে করতালির মাধ্যমে স্বাগত জানাই।

তিনি আরও বলেন, বাবু মনে করেছে সে যাদের সঙ্গে কাজ করেছে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। তাই সে প্রথমে পদত্যাগ করেছে। এরপর শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পাননি চাকসু এজিএস

‘তুর্কি নায়িকার মতো লাগছে’—অপুর নতুন লুকে মুগ্ধ ভক্তরা

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

খুলনা মেডিকেলের প্রিজন সেলে কয়েদির মৃত্যু

পুকুরে মিলল রুপালি ইলিশ

প্রতিদিন মারামারির চেয়ে আলাদা হওয়াই ভালো: সীমা

হাতিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকে বহিষ্কার

নির্বাচনের ভোট গ্রহণের দায়িত্বে আ.লীগের নেতারা

মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে সাহায্য করতে পারে যে ১১ অভ্যাস

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা বদলে যাবে, যা যুক্ত হবে

১০

হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের আপিল শুনানি আজ

১১

জলবায়ু সংস্থাগুলো থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু কেন?

১২

বাবাকে নিয়ে মির্জা ফখরুলকন্যার আবেগঘন পোস্ট

১৩

মধুসূদনের মেঘনাদবধ কাব্য থেকে শিক্ষা

১৪

১০ বছর ধরে ‘বোমার’ ওপর ধোয়া হচ্ছিল কাপড়

১৫

আ.লীগ নেতাকে ধরতে গিয়ে আহত ৩ পুলিশ

১৬

ডাকসু নিয়ে জামায়াত নেতার অশালীন বক্তব্যে ঢাবির নিন্দা ও প্রতিবাদ

১৭

প্রতিবার ঘরের মেঝে মোছার পরও কীভাবে ধরে রাখবেন সুগন্ধ

১৮

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৯

সাদ্দামের মতো পরিণতি কোনো দলের কর্মীর না হোক : রুমিন ফারহানা

২০
X