আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্প্রতিবার (১৩ জুলাই) রাতে ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এই কমিটির অনুমোদন দেন। আংশিক কমিটি ঘোষণার প্রায় ৭ মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
ঘোষিত কমিটিতে সহ সভাপতি ৭১, যুগ্ম সাধারণ সম্পাদক ১১, সাংগঠনিক সম্পাদক ১১সহ বিভিন্ন পদে ৩০১ জনকে পদায়ণ করা হয়েছে।
এর আগে, গত বছরের ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হয়। যদিও সেদিন নতুন কমিটি ঘোষণা করা হয়নি। পরে ওই বছরের ২০ ডিসেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। কমিটিতে সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করা হয়।
পূণার্ঙ্গ কমিটির দেখতে প্রবেশ করুন এখানে
মন্তব্য করুন