

রংপুরের পীরগাছায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সদস্য ও তাম্বুলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সহসভাপতি শাহাদৎ হোসেনকে গ্রেপ্তার করেছে পীরগাছা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহাদৎ হোসেন উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া এলাকার মৃত ইউনুছ আলী ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট (ফেস-টু)’-এর অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পীরগাছা থানায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন