সরকার পতনের ‘একদফা’ দাবিতে মঙ্গল ও বুধবার (১৮ ও ১৯ জুলাই) ঢাকায় পদযাত্রা করবে বিএনপি। একই সময়ে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার (১৭ জুলাই) দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে গত ১২ জুলাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে সমাবেশে সরকার পতনের ‘একদফা’ আন্দোলনের অংশ হিসেবে ১৮ জুলাই ঢাকাসহ সব বিভাগীয় ও জেলা পর্যায়ে পদযাত্রার ঘোষণা দেন। পরদিন ১৯ জুলাই ঢাকায়ও একই কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।
মঙ্গলবার (১৮ জুলাই) বিএনপি যে পথে যাবে সকাল ১০টায় গাবতলী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন রুট ঘুরে বিএনপির পদযাত্রা পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে পৌঁছাবে বিকাল ৪টায়।
যাত্রাপথ: গাবতলী- টেকনিক্যাল মোড়- মিরপুর-১- মিরপুর-১০ গোলচত্বর- কাজীপাড়া- শেওড়াপাড়া- তালতলা (আগারগাঁও)- বিজয় স্মরণী- কাওরান বাজার- এফডিসি- মগবাজার- মালিবাগ- কাকরাইল- নয়াপল্টন (বিএনপি অফিস)- ফকিরাপুল- মতিঝিল (শাপলা চত্বর)- ইত্তেফাক মোড়- দয়াগঞ্জ- রায়সাহেব বাজার মোড়।
বুধবার (১৯ জুলাই) যে পথে যাবে
সকাল ১০টায় উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রা শুরু করে বিএনপির পদযাত্রা যাত্রাবাড়ী পৌঁছাবে বিকাল ৪টায়।
যাত্রাপথ: আব্দুল্লাহপুর- বিমানবন্দর- কুড়িল বিশ্বরোড- নতুন বাজার- বাড্ডা- রামপুরা ব্রিজ- আবুল হোটেল- খিলগাঁও- বাসাবো- মুগদাপাড়া- সায়েদাবাদ-যাত্রাবাড়ী চৌরাস্তা।
এদিকে বিএনপির পাশাপাশি সরকার পতনের যুগপৎ আন্দোলনে থাকা সমমনা জোট ও দলগুলোও আলাদাভাবে একই কর্মসূচি পালন করবে এই দুদিন।
মঙ্গলবার (১৮ জুলাই) আওয়ামী লীগ যে পথে যাবে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেছেন, মঙ্গলবার বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শান্তি সমাবেশ হবে। তারপর শোভযাত্রা করে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত যাবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
যাত্রাপথ: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট- শাহবাগ- কাঁটাবন- সায়েন্স ল্যাব- কলাবাগান- ধানমন্ডি ৩২।
আর বুধবার (১৯ জুলাই) তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ হবে। তারপর সেখান থেকে মহাখালী পর্যন্ত শোভাযাত্রা করবে ঢাকা উত্তর আওয়ামী লীগ।
যাত্রাপথ: সাতরাস্তা- তিব্বত- নাবিস্কো- মহাখালী বাস টার্মিনাল।
ঢাকা জেলা আওয়ামী লীগ মহানগরের বাইরে দুদিনই শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে।
মন্তব্য করুন