কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ১০:৫১ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪, ১২:০৪ এএম
অনলাইন সংস্করণ

সংগঠনের অবস্থা জানতে জেলা সফর শুরু করছে যুবদল

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় উপস্থিত নেতারা। ছবি : কালবেলা
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় উপস্থিত নেতারা। ছবি : কালবেলা

সরকারবিরোধী দীর্ঘ আন্দোলনের পর তৃণমূলে সংগঠন ও নেতাকর্মীদের অবস্থা জানতে চলতি সপ্তাহ থেকে পর্যায়ক্রমে দেশের ৮২টি সাংগঠনিক জেলায় সফর শুরু করবে জাতীয়তাবাদী যুবদল। এ ছাড়া আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।

শুক্রবার (১৭ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভা এবং পরবর্তীতে অনলাইন প্ল্যাটফর্ম জুমে সংগঠনের ১০ বিভাগীয় সহসভাপতি, সহসাধারণ সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকের সঙ্গে কেন্দ্রীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় যুবদলের বিভাগীয় নেতারা ৭ জানুয়ারির নির্বাচন পরবর্তী জেলাপর্যায়ে সংগঠনের নেতাকর্মীদের ওপর সরকারের জেল-জুলুম ও নির্যাতনের ভয়াবহতার চিত্র তুলে ধরেন। এ ছাড়া চলমান উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ায় যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান তারা।

যুবদল নেতাদের জেলা সফর প্রসঙ্গে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না কালবেলাকে বলেন, ‘সংগঠনের নেতাকর্মীদের খোঁজ নেওয়া, পারস্পারিক সম্পর্কোন্নয়ন- এটাই জেলা সফরের মূল বিষয়। সর্বোপরি সংগঠনকে শক্তিশালী করার জন্য এ জেলা সফর। আশা করছি, ২৪ মে থেকে প্রথম পর্যায়ের সফর শুরু হবে। পর্যায়ক্রমে দেশের ৮২টি সাংগঠনিক জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল যাবে।

যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় সভায় সংগঠনের সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহসভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদ মর্যাদায় সহসাধারণ সম্পাদক আজিজুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ঢাকা বিভাগীয় সহসভাপতি রেজাউল কবির পল, চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি মোহাম্মদ শাহেদ, রাজশাহী বিভাগের সহসভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, বরিশাল বিভাগের সহসভাপতি এইচ এম তসলিম উদ্দিন, সিলেট বিভাগের সহসভাপতি জাকির হোসেন উজ্জল, রংপুর বিভাগের সহসভাপতি নাজমুল আলম নাজু, কুমিল্লা বিভাগের সহসভাপতি আনোয়ারুল হক, ময়মনসিংহ বিভাগের সহসভাপতি খন্দকার মাসুদুল হক, ফরিদপুর সাংগঠনিক বিভাগের সহসভাপতি বেনজির আহমেদ তাবরেজ, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক (দপ্তরে সংযুক্ত) নুরুল ইসলাম সোহেল, সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়াসহ সব বিভাগীয় সহসাধারণ সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

অস্ট্রেলিয়ায় উদ্ভাবিত বিশ্বের প্রথম টাইটানিয়াম হার্ট মানবদেহে প্রতিস্থাপন

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত?

২৭ জুলাই : নামাজের সময়সূচি

যে ভুলে মরতে পারে টবের গাছ

ভুয়া মুক্তিযোদ্ধার সনদে ২৪ বছর ধরে চাকরি, অতঃপর..

ঝিনাইদহে ২৪ বছর ধরে ক্রিকেট ব্যাট বানাচ্ছেন ৩ ভাই

জামালপুরে ১০ মামলায় আসামি ২৩০৫, গ্রেপ্তার ৩২

আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়

১০

যাত্রী পারাপার কমেছে আখাউড়া স্থলবন্দরে

১১

সিলেটে ৭ চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৭

১২

‘সাংবা‌দি‌কের ওপর হামলা নিঃস‌ন্দে‌হে ছাত্র‌দের কাজ নয়’

১৩

রাজশাহীতে সহিংসতার মামলায় গ্রেপ্তার ১১৬৩

১৪

ছাত্রলীগের রাজনীতি ছাড়ার ঘটনা নিয়ে সারজিসের ফেসবুক স্ট্যাটাস

১৫

তিন সমন্বয়ককে আটকের কারণ জানালেন ডিবিপ্রধান

১৬

দেশের পরিস্থিতি নিয়ে আল জাজিরাকে তথ্য প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার

১৭

পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে শ্রীলঙ্কা

১৮

ময়মনসিংহে শিক্ষার্থীর ওপর হামলা-মারধর

১৯

নাসিক কাউন্সিলর ইসরাফিল প্রধান গ্রেপ্তার

২০
X