বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল এবং জাতীয় নির্বাহী কমিটিতে সমন্বয় ও কিছু নেতাকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশ ও প্রচার হয়েছে।
শনিবার (১৫ জুন) নতুন করে এই তালিকা প্রকাশ করা হয়। যেখানে সংশোধনী দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিএনপি।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে ভুলবশত ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর নামটি লেখা হয়েছে। মূলত সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে ডা. মো. নজরুল ইসলামকে।
এ ছাড়াও স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির ১১ নম্বর সদস্য শেখ রবিউল আলম রবির নাম ভুলবশত খান রবিউল ইসলাম রবি লেখা হয়েছে। মূলত এই কমিটির ১১ নম্বর সদস্যের নামটি হবে শেখ রবিউল আলম রবি।
মন্তব্য করুন