বিএনপির মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলকে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
শনিবার (১৫ জুন) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২২ সালের ২০ জুন বিএনপির মিডিয়া সেল গঠন করা হয়। গঠিত ওই বিএনপির মিডিয়া সেলের সদস্য মওদুদ হোসেন আলমগীর পাভেলকে সেলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, মওদুদ হোসেন আলমগীর পাভেলকে এবার বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
এর আগে একইদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ২৬০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করে বিএনপি।
এতে সভাপতি করা হয়েছে রাকিবুল ইসলামকে আর নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিত ৪১ জনকে সহ-সভাপতি করা হয়েছে। আর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে এক জনকে। আর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ১১১ জনকে।
মন্তব্য করুন