বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৩:৪১ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুল প্যাথলজিক্যাল লায়ার : কাদের

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে কাদের। ছবি : কালবেলা
কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে কাদের। ছবি : কালবেলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্যাথলজিক্যাল লায়ার (কারণ ছাড়া মিথ্যা বলার মানসিক রোগ) বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৩ জুলাই) দুপুরে নোয়াখালীর বসুরহাট পৌরসভা মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, এ মিথ্যাবাদী (ফখরুল) বলে তত্ত্বাবধায়ক সরকার এলে আওয়ামী লীগ নাকি ১০টি আসনও পাবে না। একজন শিক্ষক কীভাবে এত মিথ্যা কথা বলে আমার বুঝে আসে না।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল লোকটা সজ্জন কিন্তু কথাবার্তা যখন বলেন তখন বড় বেশি বেসামাল হয়ে পড়ে। আমার বাবাও শিক্ষক ছিলেন। মির্জা ফখরুল একজন কলেজের শিক্ষক হয়ে এত মিথ্যা কথা বলতে পারেন, এত গালাগাল আর নোংরা কথা বলতে পারেন ভাবতেও অবাক লাগে। তাকে দেখতে মনে হয় একজন পাকা সাচ্চা ভদ্রলোক আর কথা যখন বলেন তখন মনে হয় একজন প্যাথলজিক্যাল লায়ার।

তিনি আরও বলেন, ২০০৮ সালে মির্জা ফখরুল ও তার নেত্রী আওয়ামী লীগকে মাত্র ৩০টি আসন দিয়েছিল। কিন্তু নির্বাচনে দেখা গেল বিএনপিই ৩০টি আসন পেয়েছে। আল্লাহর কী হুকুম তারা যে ৩০ আসন আওয়ামী লীগকে দিতে চেয়েছিল তা তারাই পেয়েছে।

কাদের বলেন, এবার যে কী হবে তা জানি না। তবে তারা (বিএনপি) আরও বেপরোয়া হয়ে গেছে, বেসামাল হয়ে গেছে। বিদেশিদের কাছে নালিশ করতে করতে কিছুই আর বাকি নেই।

সমাবেশে বিদেশিদের কাছে নালিশ করে ঘোড়ার ডিম ছাড়া আর কী পাইলেন বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতাদের মুখ শুকিয়ে গেছে বলে জানিয়ে কাদের আরও বলেন, এখন আর নালিশে কাজ হয় না। বিএনপি নালিশ পার্টি থেকে এখন খাই খাই পার্টিতে পরিণত হয়েছে। ক্ষমতার জন্য তারা বেপরোয়া হয়ে গেছে। তাদের এখন প্রধান লক্ষ্য শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ’৭৫ এর পরে বাংলাদেশের একমাত্র অর্জন শেখ হাসিনা। আজকের দিনক্ষণ লিখে রাখেন বলে গেলাম দেশে এখন ভোট হলে শেখ হাসিনাই জিতবে। দেশের ৭০ ভাগ লোক তাকেই ভোট দিবে।

প্রয়াত মওদুদ আহমদের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ভোটের দিন সকাল সাড়ে ১০টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ভোট কেন্দ্রে গিয়ে বিএনপি নেতাদের বলেছিলেন, এখনো ভোট শেষ হয়নি? সে দল এখন সুষ্ঠু ভোটের কথা বলে।

ইউরোপ আমেরিকাসহ বিদেশিদের পর্যবেক্ষক পাঠানোর কথা উল্লেখ করে কাদের বলেন, তাদের কারও দেশেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নেই আমাদের দেশেও আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে সেটা আর জীবিত হবে না।

আরও পড়ুন: আমি এর শেষ দেখে ছাড়ব : হিরো আলম

এর আগে সকালে ওবায়দুল কাদের নবনির্মিত বসুরহাট পৌর বাসটার্মিনাল ও পৌরসভার ৭৩৫টি নতুন স্থাপিত সোলার বাতির উদ্বোধন করেন এবং পরে বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম চৌধুরী, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর যেসব এলাকায় গ‍্যাস বন্ধ

‘শেষ ৪ মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি’

বুধবার সায়েন্সল্যাব-টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধের ঘোষণা

যে কারণে স্বতন্ত্র নির্বাচন করছেন, জানালেন তাসনিম জারা

মাদ্রাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি : ‘এক ইঞ্চিও পিছু হটব না’

কলকাতার হয়ে খেলা পেসারকেও ভিসা দিচ্ছে না ভারত

প্রার্থী-সমর্থকদের প্রতি যে আহ্বান জানাল জমিয়ত

‘হাঙর’ নিয়ে আসছেন নেপালি তারকা প্রমোদ আগ্রহারী

শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে এনসিপি নেতা

১০

দেহরক্ষী ও বাসভবনে নিরাপত্তা পেলেন জামায়াতের আমির

১১

জকসুর প্রথম সভা অনুষ্ঠিত

১২

পৌষ সংক্রান্তিতে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

১৩

ডিএনসিসিতে ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু

১৪

নতুন প্রধান কোচ নিয়োগ দিল ম্যানইউ

১৫

খেজু‌রের রস খেতে গিয়ে শিয়ালের কামড়, আহত ৪

১৬

শান্তি, ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার রবিনের

১৭

অনিশ্চয়তার দোলাচলে শাকসু নির্বাচন

১৮

দুঃখ প্রকাশ

১৯

বিয়ের পিঁড়িতে জেফার-রাফসান!

২০
X