শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
শাহেদ শফিক, লন্ডন প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৯ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার দেশে ফিরতে কিছুদিন বিলম্ব হতে পারে : ডা. জাহিদ

লন্ডনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা
লন্ডনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা

সুস্থতার জন্য দেশে ফিরতে খালেদা জিয়ার কিছুদিন বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের লন্ডনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া অতীতের যে কোনো সময়ের তুলনায় মানসিকভাবে সুস্থ আছেন। শারীরিকভাবেও তিনি ভালো আছেন। ডাক্তাররা খালেদা জিয়ার প্রতিদিন খোঁজখবর নিচ্ছেন। নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা দিচ্ছেন, সেগুলো করানো হচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়া দেশের সবধরনের খোঁজখবর রাখছেন। তিনি দেশের মিডিয়ার পাশাপাশি বিবিসি, সিএনএনসহ ইন্টার‌ন্যাশনাল মিডিয়ার খবরও দেখেন। আমরা যা বলি সেগুলোও তিনি দেখেন। উনি এসব ব্যাপারে খুবই কনসার্ন। উনি যখন খুব কষ্টে ছিলেন, জেলে ছিলেন তখনো দেশের মানুষকে ছাড়া থাকেননি।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া দীর্ঘ ৮ বছর পর বিদেশে এসেছেন। তিনি স্বৈরাচারের নির্যাতন এবং নিষ্পেশনের কারণে জেলে একাকিত্বে সময় কাটানোর পর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য এসেছেন। কাজেই সুস্থতার জন্য কিছুদিন বিলম্ব হচ্ছে বা হবে। যখনই চিকিৎসকরা তাকে যাওয়ার জন্য অনুমতি দেবেন তখনই তাকে দেশে ফেরানোর প্রস্তুতি নেওয়া হবে।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে ব্যারিস্টার জায়মা রহমানের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। এমনটা জানিয়ে ডা. জাহিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান। এই তিনজনের যোগ্য উত্তরসূরি ব্যারিস্টার জাইমা রহমান। উনার আরও দুই জন নাতনি আছেন। অত্যন্ত উচ্চশিক্ষিত ও অত্যন্ত মার্জিত একজন সুশিক্ষিত। সর্বোপরি মানুষের প্রতি যে মমত্ববোধ সেটা আমি ছোটবেলা থেকে গত কয়েক দিনে দেখেছি। আলহামদুলিল্লাহ! যুক্তরাষ্ট্রের এই অনুষ্ঠানে তার অংশগ্রহণ শুধু বিএনপি নয়, দেশের মানুষ এটাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করছে। ভবিষ্যৎই বলে দেবে জায়মা রহমান আগামীতে কতদূর যাবেন।

ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করে ফোরামের সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান। এতে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১০

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১১

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১২

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৩

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৪

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৫

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৬

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৭

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১৮

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১৯

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

২০
X