কুয়েতের একটি বিমানবন্দরে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। যাত্রা শুরুর কিছু সময় আগেই আকস্মিক তার মৃত্যু হয়।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আরব টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, কুয়েতের বিমানবন্দরে এক বাংলাদেশি বিমানে ওঠার আগে মারা যান। বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে তার মৃত্যু হয়। এ সময় একজন তদন্ত কর্মকর্তা সেখানে উপস্থিত হন এবং মরদেহ সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানবন্দরে বাংলাদেশির মৃত্যুর ঘটনায় একটি অভিযোগ রেজিস্টার করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরব টাইমসের ওই প্রতিবেদনে বাংলাদেশির পরিচয় বা তার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ ছাড়া প্রতিবেদনে তার যাত্রার গন্তব্যও জানানো হয়নি।
সংবাদমাধ্যম জানিয়েছে, এক সপ্তাহের ব্যবধানে কুয়েতের বিমানবন্দরে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর কয়েক দিন আগে এক পাকিস্তানি এক নারীর মৃত্যু হয়েছিল। বিমানবন্দরের এক নাম্বার টার্মিনালে তিনি তার স্বামীর সঙ্গে যাত্রাকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মন্তব্য করুন