

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের রিয়া মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য বদরুল আলম চৌধুরী (শিপলু) এবং সঞ্চালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান।
সংক্ষিপ্ত বক্তব্যে বদরুল আলম চৌধুরী (শিপলু) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ৭ নভেম্বর ১৯৭৫ ছিল বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক মোড় পরিবর্তনের দিন, যেদিন সৈনিক-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবনবাজি রেখে বিপ্লবে অংশ নেয়। শহীদ জিয়া জাতিকে রাজনৈতিক শৃঙ্খলা ও জাতীয় ঐক্যের যে দিকনির্দেশনা দিয়েছিলেন, তা আজও প্রেরণার উৎস হয়ে আছে।
শিপলু আরও বলেন, শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত থেকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে সফল করতে প্রবাসী বিএনপির নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে প্রবাসী বিএনপির সক্রিয় ভূমিকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আরও বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া বিএনপির নেতা নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আবদুল বাছিত, ড. জয়নাল আবেদীন, আবদুল হান্নান, ডব্লিউ আমিন, মাহাবুবুর রহমান শাহিন, সাইফুল আনসারি চপল, আফজাল শিকদার, শওকত হোসেন আঞ্জিন, খন্দকার হাসনাত, ফারুক হাওলাদার, সৈয়দ নাছির উদ্দিন জেবুল, বদরুল আলম মাসুদ, লোকমান হোসেন, কামাল হোসেন তরুণ, আলমগীর হোসেন, বাবর মহিউদ্দিন, জন মোহন, ওমর ফারুক টিটু, সারজিল বিন ইউসুফ, আব্দুর হাকিম প্রমুখ।
মন্তব্য করুন