ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাপ্রি যেন এক টুকরো স্বর্গ

ইতালির উপসাগরীয় দ্বীপপুঞ্জের দ্বীপ ক্যাপ্রি। ছবি : কালবেলা
ক্যাপ্রি যেন এক টুকরো স্বর্গ

ইতালির উপসাগরীয় দ্বীপপুঞ্জের দ্বীপ ক্যাপ্রি। ক্যাপ্রি দ্বীপে যত দূর চোখ যায় শুধু সবুজ আর নীলের বিস্তীর্ণ জলরাশি। সমুদ্রের বুকে ফারাগ্লিওনি নামের বিশাল বিশাল পাথর উঁচু হয়ে এক মনোরম দৃশ্যের সৃষ্টি করেছে। দূর থেকে মনে হবে যেন সমুদ্রে পাথর ভাসছে। এই দ্বীপে রয়েছে ছোট বড় অনেক পাহাড়। ইতালির বুকে ক্যাপ্রি ঠিক যেন এক টুকরো স্বর্গ।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটনপ্রেমীরা ছুটে আসেন ইতালির নাপোলি শহরের দক্ষিণে অবস্থিত এই ক্যাপ্রি দ্বীপের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। নেপলস, সোরেন্টো, পোসিতানো ও আমালফি থেকে ফেরি দিয়ে অথবা নেপলস উপসাগর ও সোরেন্টাইন উপদ্বীপের বন্দরগুলো থেকে নৌকা দিয়ে ঘণ্টা খানেকের মধ্যেই ক্যাপ্রি যাওয়া যায়। সমুদ্রপথে নেপলস থেকে ক্যাপ্রির দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। যাত্রাপথে টাইরহেনিয়ান সমুদ্রের নীল জলে সূর্যোদয়ের লাল আবির আছড়ে পড়ার দৃশ্যে আপনার প্রাণ জুড়িয়ে যাবে।

টাইরহেনিয়ান সমুদ্রে ঘণ্টাখানের যাত্রা দিয়ে ফেরি থেকে নেমে ক্যাপ্রি শহরে টুরিস্ট অফিস থেকে ম্যাপ কিনে নিতে হবে। ক্যাপ্রি দ্বীপে যাতায়াতের সুবিধার্তে ১৫ মিনিট পরপর হলুদ রঙের বাস ছাড়ে। সারা দিনের পাস কেটে নিলে একটা সুবিধা হলো যেখানে খুশি যে কোনো বাসে নামাও যাবে উঠাও যাবে।

ক্যাপ্রির সবচেয়ে সর্বাধিক পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানের মধ্যে একটি হলো ব্লু গ্রোটো। একটি অন্ধকার গুহা যেখানে সমুদ্রটি বৈদ্যুতিক নীলকে আলোকিত করে। এই গুহার বিশেষ আকর্ষণ হলো গুহার মুখ বন্ধ ও খোলে সমুদ্রে জোয়ার ভাটায়। এই গুহায় ছোট্ট নৌকো করে ঢোকার জন্য প্রচুর ভিড়, চিৎকার। যারা ভেতরে ঢুকেছে, তাদের চিৎকার সমুদ্রের কিনারে এই জায়গাটাকে বেশ সরগরম করেছে। ঢোকার মুখে এই গুহা অন্ধকার কিন্তু একটু ভেতরে গেলেই দেখা যায় অদ্ভুত আলো।

সমুদ্রের বুকে সূর্যের আলো পড়ে গুহার ভেতরে এক আশ্চর্য সুন্দর আলোর খেলা তৈরি হয়। এই ছোট্ট সুন্দর দ্বীপে প্রকৃতি যেন নিজেকে মেলে ধরেছে। এ যেন পাহাড় আর সমুদ্রের মিতালি। পাহাড়ি এই দ্বীপে নানা ছোট ছোট পাকদণ্ডী চলে গেছে।

ক্যাপ্রির দ্বিতীয় সর্বাধিক পরিচিত স্থান আগস্টাস উদ্যান (Gardens of Augustus)। এই উদ্যান থেকে দূরের সমুদ্রে সবুজ-নীল জলের বিস্তীর্ণ জলরাশি, সমুদ্রের বুকে ভেসে থাকা ফারাগ্লিওনি নামের বিশাল পাথর, পাহাড়ের বুকে আঁকাবাঁকা পথের সৌন্দর্য দেখা যায়। আগস্টাস উদ্যানে (Gardens of Augustus) রয়েছে ফল ও ফুলের প্রচুর গাছ। এই দ্বীপের ইতিহাসে রোমান সম্রাট আগস্টাস (Augustus) ও টাইবেরিয়াস (Tiberius) এর প্রচুর অবদান আছে। রোমান সম্রাট আগস্টাস Augustus এর নামেই এই বাগানের নামকরণ করা হয় আগস্টাস উদ্যান (Gardens of Augustus)।

আনাক্যাপ্রি এই দ্বীপের অন্য একটি সৌন্দর্যময় এলাকা। আনাক্যাপ্রিতেই আছে এই শহরের ভিল্লা সান মিচেল (Villa San Michele) এলাকা। যেখানে রয়েছে সমুদ্রের দিকে মুখ করে বিশাল বাগান ঘেরা সাদা প্রাসাদ। আনাক্যাপ্রিতে অনেক ছোট বড় স্থানীয় দোকান রয়েছে, ক্যাপ্রির লেবু দিয়ে তৈরি ওয়াইন, সুভেনির ইত্যাদি বিক্রি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১০

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১১

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১২

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

১৩

হোয়াইটওয়াশ এড়াতে মিরাজদের সামনে বিশাল লক্ষ্য

১৪

চাকসুতে এক প্রার্থীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

১৫

গুমের শিকার পরিবারগুলোর মানববন্ধন / স্বজনদের ফেরত দিন, না পারলে জড়িতদের বিচার করুন

১৬

অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা লাগবে : ফায়ার সার্ভিস

১৭

গণভোট মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াতের

১৮

গাজার ফুটবল পুনর্গঠনে সহায়তার অঙ্গীকার ফিফা সভাপতির

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবার রেকর্ড

২০
X