

চলতি বছর থেকেই ইতালির ইমিগ্রেশন ও নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে। এই পরিবর্তনগুলো মূলত চারটি বড় বিষয়ের ওপর প্রভাব ফেলবে। সেগুলো হলো—নাগরিকত্ব আইন, কাজের ভিসা ও লিগ্যাল মাইগ্রেশন, আশ্রয় (Asylum) ব্যবস্থা এবং ডিজিটাল বর্ডার কন্ট্রোল। যারা ইতালিতে আসতে চান, এরই মধ্যে বসবাস করছেন বা ভবিষ্যতে নাগরিকত্ব নিতে চান—তাদের জন্য এই পরিবর্তনগুলো জানা খুবই জরুরি।
প্রথমত, ইতালির নাগরিকত্ব আইন নিয়ে আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গত কয়েক বছরে ইতালি নাগরিকত্ব পাওয়ার নিয়ম কঠোর করেছিল, বিশেষ করে বংশসূত্রে নাগরিকত্ব (Citizenship by descent) এবং দীর্ঘদিন বসবাসের পর নাগরিকত্বের ক্ষেত্রে। এসব বিধিনিষেধের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ চলছিল।
এদিকে, চলতি বছর ইতালির সাংবিধানিক আদালত এই বিষয়ে চূড়ান্ত রায় দিতে পারে। যদি আদালত মনে করে যে আগের বিধিনিষেধগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, তাহলে কিছু কঠোর নিয়ম বাতিল হতে পারে। এতে করে ভবিষ্যতে নাগরিকত্ব আবেদন আবার কিছুটা সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
দ্বিতীয়ত, বিদেশে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্ব নিয়ম সহজ হওয়া চলতি বছর থেকে ইতালিয়ান নাগরিক বাবা-মার বিদেশে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্ব ঘোষণার নিয়ম আরও সহজ করা হচ্ছে। আগে জন্মের পর এক বছরের মধ্যে নাগরিকত্ব ঘোষণা করতে হতো, এখন সেই সময়সীমা বাড়িয়ে তিন বছর করা হয়েছে। পাশাপাশি এই আবেদনের জন্য যে অর্থ পরিশোধ করতে হতো, সেটিও বাতিল করা হয়েছে। এটি প্রবাসী ইতালিয়ান পরিবারগুলোর জন্য একটি বড় ইতিবাচক পরিবর্তন।
তৃতীয়ত, কাজের ভিসা ও বৈধ শ্রমিক আনার পরিকল্পনা ইতালিতে দীর্ঘদিন ধরেই কৃষি, নির্মাণ, হোটেল-রেস্টুরেন্ট, কেয়ার সেক্টর ও ইন্ডাস্ট্রিতে শ্রমিকের ঘাটতি রয়েছে। এই সমস্যা সমাধানের জন্য ইতালি চলতি বছর থেকে ২০২৮ সালের মধ্যে লক্ষ লক্ষ বিদেশি শ্রমিককে বৈধভাবে কাজের ভিসা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এর লক্ষ্য হলো—অবৈধ কাজ কমানো, দেশের অর্থনীতি শক্তিশালী করা এবং অভিবাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রিত করা। এর ফলে যারা বৈধভাবে কাজের ভিসার মাধ্যমে ইতালি আসতে চান, তাদের জন্য সুযোগ কিছুটা বাড়তে পারে।
চতুর্থত, ইইউর নতুন আশ্রয় ও শরণার্থী আইন কার্যকর হওয়া চলতি বছর থেকে ইউরোপীয় ইউনিয়নের নতুন আশ্রয় ও শরণার্থী নীতিমালা পুরোপুরি কার্যকর হবে। এর ফলে আশ্রয় আবেদন দ্রুত যাচাই করা হবে, আবেদন প্রত্যাখ্যাত হলে দ্রুত ফেরত পাঠানোর ব্যবস্থা থাকবে। এছাড়া বর্ডার কন্ট্রোল আরও ডিজিটাল ও শক্তিশালী হবে। এতে যারা আশ্রয়প্রার্থী হিসেবে ইতালি আসবেন, তাদের জন্য নিয়ম আরও কড়াকড়ি হবে এবং দীর্ঘদিন অনিশ্চয়তায় থাকার সুযোগ কমে যাবে।
পঞ্চমত, ডিজিটাল বর্ডার ও প্রবেশ নিয়ন্ত্রণ, ইতালি এবং পুরো ইউ এলাকায় নতুন ডিজিটাল বর্ডার সিস্টেম চালু হবে। এর মাধ্যমে ভিসা, প্রবেশ-প্রস্থান, ফিঙ্গারপ্রিন্ট ও বায়োমেট্রিক তথ্য একসঙ্গে সংরক্ষণ করা হবে। ফলে অবৈধ প্রবেশ, ওভারস্টে এবং জাল কাগজ ব্যবহার অনেক কঠিন হয়ে যাবে।
সংক্ষেপে বলা যায়, চলতি বছর থেকে ইতালি একদিকে যেমন বৈধ অভিবাসন ও শ্রমিকদের জন্য সুযোগ বাড়াতে চাইছে, অন্যদিকে অবৈধ প্রবেশ ও আশ্রয় ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রণের মধ্যে আনতে যাচ্ছে। যারা ইতালিতে ভবিষ্যৎ পরিকল্পনা করছেন, তাদের জন্য এখন থেকেই সঠিক তথ্য জেনে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্তব্য করুন