কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ওমরাহ পালনকারীদের জন্য সৌদি হজ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

পুরোনো ছবি
পুরোনো ছবি

সৌদি আরবের হজ মন্ত্রণালয় ওমরাহ পালনকারী বিশ্বের মুসলমানদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে, যাতে ওমরাহ পালনের সময় ধর্মপরায়ণ মুসলমানরা নিরাপদ ও সুস্থ থাকতে পারেন। এই নির্দেশনায় স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা ওমরাহ পালনকারীদের অভিজ্ঞতাকে আরও সুন্দর ও নিরাপদ করে তুলবে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদে (হারাম শরিফ) ওমরাহ পালন শেষে মুসলমানরা শুধু অনুমোদিত নাপিতের কাছে চুল কাটতে হবে। মক্কার আশপাশে নির্দিষ্ট বারবার শপে জীবাণুমুক্ত যন্ত্রপাতির মাধ্যমে পরিষেবা প্রদান করা হয়, যা ওমরাহ পালনকারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করে। এতে তাদের ওমরাহ যাত্রা আরও নির্ভেজাল হবে।

ওমরাহ পালনকারীদের শারীরিক প্রস্তুতির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষত পায়ের যত্নের প্রতি সচেতন থাকতে বলা হয়েছে, যাতে আরামদায়ক জুতা পরিধান করা হয় এবং দীর্ঘ সময় খালি পায়ে হাঁটতে না হয়। ক্লান্তি এলে বিরতি নিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে মুসলিম উম্মাহরা পরিপূর্ণভাবে ওমরাহ পালন করতে সক্ষম হন।

হজ মন্ত্রণালয় ওমরাহ পালকারীদের ভারী খাবার এড়িয়ে চলতে এবং পর্যাপ্ত পানি পান করতে বলেছে, যাতে শরীর সবসময় সজীব ও সতেজ থাকে। যথাযথ বিশ্রাম এবং পানীয় গ্রহণের মাধ্যমে ওমরাহ পালনকারীরা শারীরিকভাবে শক্তি সঞ্চয় করতে পারবেন।

হজ মন্ত্রণালয় নির্দেশনায় আরও জানায় ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। এখন থেকে ওমরাহ যাত্রীরা স্থল, আকাশ এবং সমুদ্রবন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। যেকোনো বিমানবন্দর থেকে স্বদেশে ফিরতে পারবেন। তাদের সুবিধার্থে নারীদের জন্যও নতুন ব্যবস্থা চালু হয়েছে। এখন তাদের পুরুষ অভিভাবক ছাড়াই ওমরাহ পালন করা সম্ভব।

এ ছাড়া যে কোনো প্রকার ভিসা যেমন, ব্যক্তিগত, ভিজিট বা পর্যটন ভিসাধারীরাও ওমরাহ পালন এবং পবিত্র মদিনা নগরীর মসজিদে নববীতে অবস্থিত মুসলিম উম্মাহের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জেয়ারত করতে পারবেন। এই জেয়ারতের জন্য আগে থেকে ই-অ্যাপয়েন্টমেন্ট করতে হবে।

এদিকে সৌদি নাগরিকরাও এখন থেকে বিদেশি বন্ধুদের ওমরাহ পালন করার জন্য আমন্ত্রণ জানাতে পারবেন, যা ইসলামের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করবে।

সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে এই পদক্ষেপ তীর্থযাত্রীদের সুস্থতা ও আরামের প্রতি সৌদি আরবের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ করবে পাশাপাশি এ উদ্যোগ মুসলিম উম্মাহকে আরও উৎসাহিত করবে এবং ধর্মীয় কর্তব্য পালনে শান্তি ও স্বস্তির বার্তা পৌঁছে দেবে।

সূত্র : গালফ নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম নগর বিএনপির ১৫ থানা ও ৪৩ ওয়ার্ডের কমিটি বিলুপ্ত

বাংলাদেশে শান্তিরক্ষী মোতায়েনের দাবি, যা বললেন শশী থারুর

সাভার সিআরপিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

পরিস্থিতি যাই হোক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে : প্রণয় ভার্মা

জুলাই স্মৃতি ফাউন্ডেশনে জমা ১০৮ কোটি, বিতরণ ২৬ কোটি টাকা

ইসি সচিব শফিউলকে ওএসডি, অতিরিক্ত সচিব মাহবুবুরকে পদোন্নতি

জবিতে চীনা ভাষা কোর্স চালুর আলোচনা

গাজায় জিম্মিদের মুক্তির নির্দেশ ট্রাম্পের

সিরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

তারেক রহমান খালাস পাওয়ায় নিউইয়র্কে আনন্দ উৎসব

১০

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আ.লীগ নেতা ধরা, অতঃপর...

১১

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪০ মামলা

১২

আঞ্চলিক উত্তেজনায় সর্বোচ্চ সংযমের আহ্বান তারেক রহমানের

১৩

‘অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে ভারত ভালো থাকতে পারবে না’

১৪

গত বছর ১০ হাজার ৯০২ কোটি টাকা ঘুষ লেনদেন : টিআইবি

১৫

ওলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা, হেফাজতে ইসলামের নিন্দা 

১৬

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে বাড়তি নিরাপত্তা

১৭

ভারতীয় হাইকমিশনারকে তলব

১৮

মন্দিরে হামলার ভিডিওটি বাংলাদেশের নয়, পশ্চিমবঙ্গের : রিউমার স্ক্যানার

১৯

চলন্ত কাভার্ডভ্যানে জ্বলছে আগুন, অতঃপর...

২০
X