সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামে আজ (শুক্রবার, ১৫ আগস্ট ) জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত আলেম শায়খ বন্দর বালিলাহ। একই দিনে মদিনায় অবস্থিত মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন খ্যাতনামা ক্বারি শায়খ আবদুল্লাহ আল বুয়াইজান। মসজিদুল হারাম ও মসজিদে নববিবিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন এ তথ্য জানিয়েছে।
মসজিদুল হারামের আজকের জুমার ইমাম শায়খ বন্দর বালিলা সৌদির একজন প্রখ্যাত আলেম ও ক্বারি। তার বাবার আব্দুল আজিজ। ১৯৭৫ সালে তিনি সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন এবং ২০২৮ সালে মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে মসজিদ আল-হারামে রমজানের তারাবিহ নামাজের ইমামতি করার জন্য তাকে নিযুক্ত করা হয়েছিল। পরে ২০১৯ সাল থেকে মসজিদটিতে জুমার খুতবা দিতে শুরু করেন তিনি।
অন্যদিকে, মসজিদে নববির আজকের জুমার ইমাম শায়খ আব্দুল্লাহ আল বুয়াইজান সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী পরিচিতি। তিনি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আলে সৌদের রাজকীয় আদেশে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মসজিদে নববির খতিব হিসেবে নিয়োগ পান। এর আগে ১৪৩৪ হিজরিতে বাদশাহ আবদুল্লাহ তাকে ইমাম হিসেবে নিয়োগ দেন।
আরও পড়ুন : মসজিদের বাইরে জুমার নামাজ পড়া সহিহ হবে?
উল্লেখ্য, মসজিদুল হারাম ও মসজিদে নববি মুসলিম বিশ্বের অন্যতম সম্মানিত ও পবিত্র স্থান। এই দুই মসজিদে নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। হজরত আবূ দারদা রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মসজিদে হারামে এক নামাজ এক লাখ নামাজের সমান, আমার মসজিদে (মসজিদে নববি) এক নামাজ এক হাজার নামাজের সমান এবং বাইতুল মাকদাসে এক নামাজ ৫০০ নামাজের সমান।’ (মাজমাউয যাওয়াইদ : ৪/১১)
আরেক হাদিসে ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমার এ মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করা মসজিদে হারাম ছাড়া অন্যান্য মসজিদে এক হাজার নামাজ আদায় করার চেয়েও উত্তম। (বোখারি : ১১৯০, মুসলিম : ১৩৯৪)
মন্তব্য করুন